জেড্ডা, ১০ জানুয়ারি : অ্যাটলেটিকোর বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে তিনি ছিলেন না। কিন্তু সুপার কাপ ফাইনালের আগে দলে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। তহলে কি রবিবারের এল ক্লাসিকোতে ফ্রান্স তারকাকে খেলতে দেখা যাবে? রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো সরাসরি কোনও উত্তর দেননি।
ডিসেম্বরের শেষে হাঁটুতে চোট পেয়েছিলেন এমবাপে। চিকিৎসকরা জানিয়েছিলেন তিন সপ্তাহ বিশ্রাম নিতে হবে তাঁকে। কিন্তু শুক্রবারই তিনি জেড্ডায় দলের সঙ্গে যোগ দিয়েছেন। ফলে এমবাপের খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে। এই মরশুমে ২৯টি গোল করা হয়ে গিয়েছে এমবাপের। আলোনসো অবশ্য প্রশ্নের উত্তরে বলেছেন, এটা নিয়ে স্টাফ, প্লেয়ার ও চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু আমাদের ঝুঁকির ব্যাপারটা মাপতে হবে। কোন মাঠে খেলছি সেটাও দেখতে হবে।
আরও পড়ুন-ঘন কুয়াশায় বিঘ্ন হতে পারে পরিবহণ পরিষেবা
এরপর রিয়াল কোচ বলেন, এমবাপে এখন অনেকটা ভাল। কিন্তু অ্যাটলেটিকো ম্যাচে ওকে খেলানো যেত না। আর আমরা তাড়াহুড়ো করছি না। এখানে পুরো ট্রেনিং করার পরই বুঝতে পারব এমবাপে খেলার জায়গায় আছে কি না। গত জুনে রিয়ালের দায়িত্ব নেওয়ার পর থেকে আলোনসো বেশ চাপে আছেন। সুপার কাপ জিতলে কিছুটা স্বস্তি পাবেন। গত মরশুমের শেষদিকে আলোনসোর ছাঁটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু রিয়াল শেষ পাঁচ ম্যাচ জেতায় বেঁচে গিয়েছেন। আলোনসো বলেছেন, একটা প্রোজেক্ট শেষ করতে সময় লাগে।
বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, এমবাপে দারুণ প্লেয়ার। এই মুহূর্তের সেরা স্ট্রাইকার। অনেক গোল করেছে। কিন্তু তিনি মনে করিয়ে দেন গতবার তাঁরা চারবার রিয়াল মাদ্রিদকে হারিয়েছিলেন। এমনকী সুপার কাপেও বার্সেলোনা রিয়ালকে ৫-২ গোলে হারিয়েছিল। ফ্লিকের কথায়, গতবার আমরা ক’টা এল ক্লাসিকো খেলেছিলাম? ক’টা জিতেছি? হেরেছি একটায়। আমি জানি ডিফেন্সে জায়গা পেলে এমবাপে ভয়ঙ্কর। কিন্তু আমাদের কিছু পরিকল্পনা আছে। সেটা এমবাপের জন্য নয়, রিয়ালের জন্য।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…