এমবাপের গোলে জিতল রিয়াল

কিন্তু বল পজেশনে প্রতিপক্ষকে টেক্কা দিলেও, কিছুতেই গোলের মুখ খুলতে পারছিলেন না এমবাপেরা। প্রথমার্ধে কোনও গোল হয়নি।

Must read

মাদ্রিদ, ২০ অগাস্ট : রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন করতে না পারলেও, অভিষেক লা লিগা মরশুমে ৩১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। সেই কিলিয়ান এমবাপের গোলেই ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে নতুন লা লিগা মরশুম শুরু করল রিয়াল।
নির্বাসিত হওয়ার জন্য এই ম্যাচে অভিজ্ঞ ডিফেন্ডার আন্তোনিও রুডিগারকে পায়নি রিয়াল। তবে এই ম্যাচেই লা লিগায় অভিষেক ঘটেছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের। প্রথমবার রিয়ালের জার্সি গায়ে চাপালেন দুই নতুন রিক্রুট আলবারো কারেরাস ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়েছিল রিয়াল। কিন্তু বল পজেশনে প্রতিপক্ষকে টেক্কা দিলেও, কিছুতেই গোলের মুখ খুলতে পারছিলেন না এমবাপেরা। প্রথমার্ধে কোনও গোল হয়নি।

আরও পড়ুন-শ্রেয়সের কোথায় ভুল, প্রশ্ন আজ্জু-অশ্বিনের

তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মিনিট পাঁচেকের মধ্যেই গোল তুলে নেয় স্প্যানিশ জায়ান্টরা। ৫০ মিনিটে এমবাপেকে নিজেদের বক্সে ফাউল করেছিলেন ওসাসুনার জুয়ান ক্রুজ। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি এমবাপে। পিছিয়ে পড়ে পাল্টা আক্রমণে ঝাঁপায় ওসাসুনা। ৬৩ মিনিটে প্রায় গোল করেই বসেছিলেন ওসাসুনার আবেল ব্রেতোনেস। যদিও অল্পের জন্য বেঁচে যায় রিয়াল। ম্যাচের সংযুক্ত সময়ে লাল কার্ড দেখেন ব্রেতোনেস। রিয়ালের কোচ হিসাবে অভিষেক লা লিগা ম্যাচেই জয় পেয়ে খুশি জাবি আলোন্সো। ম্যাচের পর তিনি বলেন, এমবাপে গতবারের থেকেও এবার ভাল খেলবে। ম্যাচটা আরও বড় ব্যবধানে জেতা উচিত ছিল। তবে দলের খেলায় আমি খুশি।

Latest article