সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছি, দলবদল প্রসঙ্গে এমবাপে

Must read

প্যারিস : জোর চর্চা চলতি মরশুমের শেষেই পিএসজি (PSG) ছেড়ে তিনি রিয়াল মাদ্রিদে (Real Madrid) যোগ দিচ্ছেন। এই জল্পনা আরও উস্কে দিলেন কিলিয়ান (Kylian Mbappe) এমবাপে নিজেই। রবিবার রাতে ফ্রান্সের পেশাদার ফুটবলারদের সংস্থার বিচারে ফরাসি লিগের বর্ষসেরার সম্মান পেয়েছেন এমবাপে। পুরস্কার মঞ্চ থেকেই এমবাপের ঘোষণা, ‘‘আমার দলবদল নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমারও সিদ্ধান্ত নেওয়া শেষ, হ্যাঁ প্রায় শেষ। খুব তাড়াতাড়ি জানিয়ে দেব।’’

আরও পড়ুন: চেষ্টা করেও সাইমন্ডসকে বাঁচাতে পারেননি স্থানীয়রা

গত কয়েক মরশুম ধরেই এমবাপেকে পেতে ছিনে জোঁকের মতো লেগে রয়েছে রিয়াল। অন্যদিকে, দলের সেরা তারকাকে ধরে রাখতে মরিয়া পিএসিজও। কিন্তু সিদ্ধান্ত নিতে তিনি কেন এত দেরি করছেন? এমবাপের (Kylian Mbappe) বক্তব্য, ‘‘সবাইকে সম্মান জানাতে হয়। জানি আমার কাছ থেকে সবার অনেক প্রত্যাশা। এটুকু বলতে পারি, সবকিছু প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। সামান্য কিছু বিষয় বাকি রয়েছে। আশা করছি, জুনের শুরুতে জাতীয় শিবিরে যোগ দেওয়ার আগেই নিজের সিদ্ধান্ত সবাইকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিতে পারব।’’

Latest article