মাদ্রিদ, ১৯ সেপ্টেম্বর : অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে মাদ্রিদ ডার্বি জিতল রিয়াল মাদ্রিদ। ফলে টানা ছয় ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রাখল কার্লো আনসেলোত্তির দল। তবে ম্যাচের রেজাল্টের থেকেও বেশি চর্চা শুরু হয়েছে অ্যাটলেটিকো সমর্থকদের বর্ণবৈষম্যমূলক আচরণ নিয়ে!
আরও পড়ুন-সুনীলকে ধাক্কা রাজ্যপালের! নিন্দার ঝড়
মাঠে বল গড়ানোর আগেই শুরু হয়েছিল বিতর্ক। স্টেডিয়ামের বাইরে একদল অ্যাটলেটিকো সমর্থক রিয়াল তারকা ভিনিসিয়াস জুনিয়রকে উদ্দেশ্য করে বর্ণবৈষম্যমূলক গান গাইতে শুরু করেন। এরপর প্রথম গোলের পর উচ্ছ্বাসে মেতে ওঠা ভিনিসিয়াসকে লক্ষ্য করে অ্যাটলেটিকোর গ্যালারি থেকে উড়ে আসে জলের বোতল! ম্যাচের পর যা নিয়ে ক্ষমা চাইতে বাধ্য হল অ্যাটলেটিকো। চোটে এই ম্যাচেও খেলতে পারেননি করিম বেঞ্জেমা। যদিও বিপক্ষের মাঠে এগিয়ে যেতে মাত্র ১৮ মিনিট সময় নেয় রিয়াল।
আরও পড়ুন-নবান্ন অভিযান নিয়ে রিপোর্ট পেশ
আরেলিয়েঁ চুয়ামেনির দুর্দান্ত পাশ থেকে গোল করেন রডরিগো। ৩৬ মিনিটে রিয়ালের দ্বিতীয় গোল ভিনিসিয়াসের সৌজন্যে। বাঁ প্রান্ত দিয়ে অনেক দৌড়ে বিপক্ষ ডিফেন্ডারদের টপকে শট নিয়েছিলেন তিনি। বল পোস্টে লেগে ফিরে আসতে গোল করে যান ফাঁকায় দাঁড়িয়ে থাকা ভালভের্দে। ৮৩ মিনিটে অ্যাটলেটিকোর হয়ে ব্যবধান কমিয়েছিলেন মারিও হেরমোসা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।