নাইরোবি, ৫ সেপ্টেম্বর : আগুনে পুড়ে মৃত্যু হল প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া উগান্ডার অ্যাথলিট রেবেকা চেপতেগুইয়ের (Rebecca Cheptegei)। গত সপ্তাহে প্রাক্তন প্রেমিক ডিকসন এনডিয়েমা অলিম্পিয়ান অ্যাথলিটের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিলেন। তাতেই রেবেকার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। গত কয়েকদিন হাসপাতালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াইয়ের পর, ভারতীয় সময় বুধবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৩৩ বছরের রেবেকা (Rebecca Cheptegei)। প্যারিসে মেয়েদের ম্যারাথনে ৪৪তম স্থানে দৌড় শেষ করেছিলেন তিনি। গত রবিবার সন্তানদের সঙ্গে স্থানীয় গির্জায় প্রার্থনা করে বাড়ি ফেরার পরেই ঘটে এই ঘটনা। প্রাক্তন প্রেমিকের সঙ্গে যে জমিতে তাঁর বাড়ি, তার মালিকানা নিয়ে ঝগড়া শুরু হয় রেবেকার। আচমকাই বেরেকার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ওই ব্যক্তি। গুরুতরভাবে দগ্ধ রেবেকাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হল না।
আরও পড়ুন- ২৩ দিন পার, এখনও কাটেনি অনেক ধোঁয়াশা, মেলেনি উত্তর, এবার জবাব দিক সিবিআই