প্রতিবেদন : যত দিন যাচ্ছে আরও অবনতি হচ্ছে মণিপুরের। জ্বলছে উত্তর-পূর্বের এই গুরুত্বপূর্ণ রাজ্য। অথচ এই অগ্নিগর্ভ পরিস্থিতি আয়ত্তে আনার কোনও রাস্তা খুঁজে পাচ্ছে না কেন্দ্রীয় সরকার। তাদের অদূরদর্শিতার ফলেই দেশের মধ্যে দগদগে ঘা হয়ে গন্ধ ছড়াচ্ছে মণিপুর। নিরাপত্তা বাহিনীর অপদার্থতা এবং মণিপুর প্রশাসনের সিদ্ধান্তহীনতার জেরে এবার মণিপুর বিজেপিতে আড়াআড়ি বিভাজন দেখা দিয়েছে৷
আরও পড়ুন-মন্দারমণির হোটেল নিয়ে বৈঠক করবেন মুখ্যসচিব
এর জেরেই মারাত্মক চাপে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে দলে দলে বিজেপি বিধায়করা দল ছাড়ছেন৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা প্রকাশ করেছেন বিজেপির একঝাঁক বিধায়ক৷ এই অবস্থায় মণিপুর সামলাতে ব্যর্থ মোদি ও তাঁর দল চূড়ান্ত দিশাহারা হয়ে পড়েছে। এক মুহূর্তের জন্য মণিপুরে যাওয়ার সময় হয়নি অতিব্যস্ত প্রধানমন্ত্রীর। এখন তার খেসারত দিতে হচ্ছে। মঙ্গলবার রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতির পর্যালোচনা করার জন্য জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং৷ এই বৈঠক বয়কট করেছেন রাজ্যের ১১ জন বিজেপি বিধায়ক৷ সোমবারই এন বীরেন সিংয়ের নেতৃত্বাধীন সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করেছিল কনরাড সাংমার এনপিপি৷ তারপরে মঙ্গলবার যেভাবে ১১ জন বিধায়ক মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক বয়কট করেছেন, তার পরে রীতিমতো চিন্তায় পড়েছে গোটা বিজেপি শিবির, দাবি সূত্রের৷ এরই মাঝে বিজেপির শীর্ষ নেতৃত্বের চিন্তা দ্বিগুণ করে রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য মণিপুর সরকারকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে মেইতে নাগরিক সমাজ৷ কুকি জঙ্গিদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করতে হবে, পাশাপাশি রাজ্যের সর্বত্র শান্তি ফেরাতে হবে— এই দাবি তুলে রাজ্য সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছে মেইতে নাগরিক সমাজ৷
আরও পড়ুন-দিনের কবিতা
এসবের মাঝেই মঙ্গলবার নতুন করে উত্তপ্ত হয়েছে জিরিবাম এলাকা৷ এখানকার উত্তেজনা প্রশমন করার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আরও বেশি সংখ্যায় মোতায়েন করা হয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের পরে মণিপুর পৌঁছেছে আরও আধা সামরিক বাহিনী৷ সরকারি সূত্রের দাবি, বর্তমানে মণিপুরের বিভিন্ন প্রান্ত মিলিয়ে মোতায়েন থাকা সেনার সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে৷ এরই মাঝে মঙ্গলবার সরকারের তরফে জানানো হয়েছে, জিরিবাম এলাকায় সাধারণ নাগরিকদের উপরে গুলি চালনার ঘটনার জেরে ডিউটি থেকে বরখাস্ত করা হয়েছে রাজ্য পুলিশের সিনিয়র এসপি নেকটার সনজীনবামকে৷