জাতীয়

অগ্নিগর্ভ মণিপুরে বিদ্রোহী বিজেপি বিধায়করা

প্রতিবেদন : যত দিন যাচ্ছে আরও অবনতি হচ্ছে মণিপুরের। জ্বলছে উত্তর-পূর্বের এই গুরুত্বপূর্ণ রাজ্য। অথচ এই অগ্নিগর্ভ পরিস্থিতি আয়ত্তে আনার কোনও রাস্তা খুঁজে পাচ্ছে না কেন্দ্রীয় সরকার। তাদের অদূরদর্শিতার ফলেই দেশের মধ্যে দগদগে ঘা হয়ে গন্ধ ছড়াচ্ছে মণিপুর। নিরাপত্তা বাহিনীর অপদার্থতা এবং মণিপুর প্রশাসনের সিদ্ধান্তহীনতার জেরে এবার মণিপুর বিজেপিতে আড়াআড়ি বিভাজন দেখা দিয়েছে৷

আরও পড়ুন-মন্দারমণির হোটেল নিয়ে বৈঠক করবেন মুখ্যসচিব

এর জেরেই মারাত্মক চাপে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে দলে দলে বিজেপি বিধায়করা দল ছাড়ছেন৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা প্রকাশ করেছেন বিজেপির একঝাঁক বিধায়ক৷ এই অবস্থায় মণিপুর সামলাতে ব্যর্থ মোদি ও তাঁর দল চূড়ান্ত দিশাহারা হয়ে পড়েছে। এক মুহূর্তের জন্য মণিপুরে যাওয়ার সময় হয়নি অতিব্যস্ত প্রধানমন্ত্রীর। এখন তার খেসারত দিতে হচ্ছে। মঙ্গলবার রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতির পর্যালোচনা করার জন্য জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং৷ এই বৈঠক বয়কট করেছেন রাজ্যের ১১ জন বিজেপি বিধায়ক৷ সোমবারই এন বীরেন সিংয়ের নেতৃত্বাধীন সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করেছিল কনরাড সাংমার এনপিপি৷ তারপরে মঙ্গলবার যেভাবে ১১ জন বিধায়ক মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক বয়কট করেছেন, তার পরে রীতিমতো চিন্তায় পড়েছে গোটা বিজেপি শিবির, দাবি সূত্রের৷ এরই মাঝে বিজেপির শীর্ষ নেতৃত্বের চিন্তা দ্বিগুণ করে রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য মণিপুর সরকারকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে মেইতে নাগরিক সমাজ৷ কুকি জঙ্গিদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করতে হবে, পাশাপাশি রাজ্যের সর্বত্র শান্তি ফেরাতে হবে— এই দাবি তুলে রাজ্য সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছে মেইতে নাগরিক সমাজ৷

আরও পড়ুন-দিনের কবিতা

এসবের মাঝেই মঙ্গলবার নতুন করে উত্তপ্ত হয়েছে জিরিবাম এলাকা৷ এখানকার উত্তেজনা প্রশমন করার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আরও বেশি সংখ্যায় মোতায়েন করা হয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের পরে মণিপুর পৌঁছেছে আরও আধা সামরিক বাহিনী৷ সরকারি সূত্রের দাবি, বর্তমানে মণিপুরের বিভিন্ন প্রান্ত মিলিয়ে মোতায়েন থাকা সেনার সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে৷ এরই মাঝে মঙ্গলবার সরকারের তরফে জানানো হয়েছে, জিরিবাম এলাকায় সাধারণ নাগরিকদের উপরে গুলি চালনার ঘটনার জেরে ডিউটি থেকে বরখাস্ত করা হয়েছে রাজ্য পুলিশের সিনিয়র এসপি নেকটার সনজীনবামকে৷

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

37 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

1 hour ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago