প্রতিবেদন : পূ্র্ব মেদিনীপুরে বিজেপিতে এখন বিদ্রোহ এবং গভীর অসন্তোষের চোরাস্রোত। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য দলের একটা বড় অংশই উদগ্রীব। সকলেরই বক্তব্য, অনেক হয়েছে, আর নয়। বিজেপিতে থেকে শুধুই নষ্ট হয়েছে জীবনের অনেক মূল্যবান সময়। মানুষের পাশে দাঁড়ানোর কোনও সুযোগই মেলেনি। দলের মধ্যে স্বৈরাচার চলছে।
আরও পড়ুন-তালা ভেঙে লার্ভা নিধন
অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতি। তাই, সকলেই চাইছেন, বিজেপির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হতে। লক্ষণীয়, নন্দীগ্রামেই শুরু হয়েছিল গেরুয়া শিবিরের ব্যাপক ভাঙনপর্ব। তা আরও গতি পেয়েছে পাঁশকুড়া শহরে।
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে এখন উদ্দীপনার ঢেউ। তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি বিধায়ক সৌমেন মহাপাত্র জানালেন, বিজেপির বহু কর্মী-সমর্থক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাইছেন। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। আবেদন বিবেচনা করে যথাসময়ে সিদ্ধান্ত নেব।