বাধ্য হলেন বিপ্লবীরা

সোমবার (Monday) ধনধান্য অডিটোরিয়ামে (Dhandhanya Auditorium) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকে ডক্টর্স কনভেনশন।

Must read

প্রতিবেদন : সোমবার (Monday) ধনধান্য অডিটোরিয়ামে (Dhandhanya Auditorium) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকে ডক্টর্স কনভেনশন। সম্মেলনে থাকবেন বাংলার বিভিন্ন প্রান্তের চিকিৎসকরা। তাৎপর্যপূর্ণ বিপ্লবী চিকিৎসকরাও যাবেন সম্মেলনে।

আরও পড়ুন-বৃষ্টি, আলু চাষিদের পাশে রাজ্য সরকার

তাঁরা বুঝতে পেরেছেন মানুষ তাদের সঙ্গে নেই। তাদের আর্থিক দুর্নীতি সামনে এসে গিয়েছে। এখন মুখ বাঁচাতে, অস্তিত্ব বাঁচাতে এবং জনবিচ্ছিন্নতা থেকে বাঁচতে সম্মেলনে যাওয়া ছাড়া অন্য কোনও পথ ছিল না। চিকিৎসক সম্মেলন ঐতিহাসিক হতে চলেছে।

Latest article