বাড়িতে আগুন লাগাল বিদ্রোহীরা, ঝলসে মারা গেলেন প্রাক্তন মন্ত্রীর স্ত্রী

বিদ্রোহের আগুনে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারালেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর।

Must read

কাঠমান্ডু : বিদ্রোহের আগুনে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারালেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর। নেপালি সংবাদমাধ্যমগুলি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। জানা গিয়েছে, গণবিক্ষোভের সময়ে তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় একদল আন্দোলনকারী। আগুনের ভিতরে আটকে পড়েছিলেন রাজ্যলক্ষ্মী। আশঙ্কাজনক অবস্থায় পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

আরও পড়ুন-পালাবদলের পর কে?

গণবিদ্রোহের জেরে নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন কেপি শর্মা ওলি। তাঁর ব্যক্তিগত বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি নেপালের প্রাক্তন এবং বর্তমান একাধিক মন্ত্রীর বাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা। দেশের অর্থমন্ত্রীকে রাস্তার মধ্যেই তাড়া করে পেটানো হয়। আক্রান্ত হন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কমিউনিস্ট পার্টির নেতা ঝালানাথ এবং তাঁর পরিবার। রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায় তাঁদের বাড়িতে মঙ্গলবার আগুন ধরিয়ে দেওয়া হয়। সেসময় বাড়িতে ছিলেন রাজ্যলক্ষ্মী। তাঁকে ভিতরে আটকে রেখে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠছে।

Latest article