সাগরদিঘিতে সংবর্ধনা বৃহস্পতিবার বায়রনকে নিয়ে উচ্ছ্বাস

উপস্থিত থাকবেন তৃণমূলের জেলাস্তরের সমস্ত শীর্ষনেতা। সেই সভাতেই তৃণমূল পরিবারে বরণ করে নেওয়া হবে বায়রন বিশ্বাসকে।

Must read

প্রতিবেদন : বায়রন বিশ্বাসের পাশেই সাগরদিঘি। এলাকার বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার খবরে শুধু দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যেই নয়, এলাকার সাধারণ মানুষের মধ্যেও খুশির হাওয়া। সেই সঙ্গে স্বস্তিও। সোমবারই শুরু হয়ে গিয়েছে বায়রনকে দলে বরণ করার প্রস্তুতি। ১ জুন তাঁর সংবর্ধনারও আয়োজন করেছে তৃণমূল। সাংগঠনিক জেলা চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডল বললেন, ১ জুন সাগরদিঘিতে একটি বড় সংবর্ধনা সভার আয়োজন করছি আমরা।

আরও পড়ুন-কৃষকদের বিমার টাকা মিলবে শীঘ্রই

উপস্থিত থাকবেন তৃণমূলের জেলাস্তরের সমস্ত শীর্ষনেতা। সেই সভাতেই তৃণমূল পরিবারে বরণ করে নেওয়া হবে বায়রন বিশ্বাসকে। সাগরদিঘিতে দলীয় কার্যালয়ের সামনেই এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানা গিয়েছে দলীয় সূত্রে। দলের নেতা-কর্মীদের স্থির বিশ্বাস, বায়রন দলে আসার সুফল মিলবে সামনের পঞ্চায়েত নির্বাচনেই। বায়রনের তৃণমূলে যোগদানের খবর এলাকায় পৌঁছানোমাত্রই শুরু হয়ে যায় মিষ্টিমুখের পালা। কোনও কোনও জায়গায় তৃণমূলের কর্মী-সমর্থকরা মেতে ওঠেন সবুজ আবির খেলাতেও। শুরু হয়ে যায় মিছিলের প্রস্তুতি।

আরও পড়ুন-নবজোয়ার নিয়ে তুমুল উদ্দীপনা কর্মীদের, কাঁথিতে সুভাষ মেলা ময়দানে সভা

সাধারণ মানুষের স্বস্তির কারণ, আর থমকে দাঁড়াবে না উন্নয়নের কাজ। গতি বাড়বে উন্নয়নের। সরকারি নির্দেশে সোমবারই নিরাপত্তা বাড়ানো হয়েছে বিধায়ক বায়রন বিশ্বাসের। বাড়িতে মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষী। অতিরিক্ত নিরাপত্তারক্ষী ছাড়াও বরাদ্দ করা হয়েছে পাইলট কারও।

Latest article