সাত সকালে নিউটাউনে (Newtown accident) অ্যাপ ক্যাব দৌরাত্ম্য। বেপরোয়া ক্যাবের ধাক্কায় আহত হলেন ৫ পথচারী। গুরুতর আহত হলেন অ্যাপ ক্যাব চালকও। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি চালককে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।
শনিবার সকালে বিশ্ববাংলা সরণী ধরে আকাঙ্ক্ষা মোড়ের দিকে যাচ্ছিল একটি অ্যাপ ক্যাব (Newtown accident)। সেই সময়ে বিশ্ববাংলা মোড়ের বাসস্ট্যান্ডে বেশ কিছু মানুষ বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। অনেকে পাশের চায়ের দোকানে চা খাচ্ছিলেন। আচমকাই দ্রুত গতিতে চলে আসে অ্যাপ ক্যাবটি। প্রথমে এক বাইক চালককে ধাক্কা মারে গাড়িটি। তারপর সোজা বাসস্ট্যান্ডে ঢুকে দাঁড়িয়ে থাকা মানুষদের ধাক্কা মারে।
আরও পড়ুন- শ্রমবিধি রূপায়ণের ঘোষণায় কেন্দ্র, তীব্র বিরোধিতায় তৃণমূল
প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, গাড়িটি অনেক বেশি গতিতে চলছিল। গাড়িটির ব্রেক ফেলও হয়ে থাকতে পারে। বাইক চালক গুরুতর আহত হন। বাসস্ট্যান্ডের যাত্রীরা কম বেশি আহত হয়েছেন। গাড়ির চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।

