সংবাদদাতা, কাঁকসা : পানাগড় (Panagarh Accident Case) বাজারে দুটি গাড়ির রেষারেষির জেরে দুর্ঘটনায় চন্দননগরের যুবতী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল। সেই মামলায় অভিযুক্ত গাড়িটির মালিক তথা চালক পানাগড়ের বাসিন্দা বাবলু যাদবকে নিয়ে শনিবার ঘটনার পুনর্নির্মাণ করল কাঁকসা থানার পুলিশ। প্রথমে তাঁকে গলসির পেট্রোল পাম্প ও যে জায়গায় দুর্ঘটনা ঘটেছিল সেখানে নিয়ে যাওয়া হয়। পরে কাঁকসা থানায় রাখা গাড়ি দুটির কাছেও নিয়ে যাওয়া হয়। বাবলুকে হেফাজতে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হবে, একথা আগেই জানিয়েছিলেন ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা। দুর্ঘটনার চারদিন পর গত বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে গ্রেফতার করা হয় বাবলুকে। শুক্রবার দুর্গাপুর মহকুমা বিচারক তাঁকে দু’দিনের পুলিশি হেফাজত দেন। সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও অবশ্য জানিয়েছেন, অন্য গাড়িটি ধাক্কা মারার পর সুতন্দ্রাই গাড়ি নিয়ে তাড়া করতে বলেন। অতিরিক্ত গতির কারণে গাড়িটিকে নিয়ন্ত্রণে রাখা যায়নি। তার জেরেই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন- সেবাশ্রয়ের অনুপ্রেরণায় স্বাস্থ্য শিবির : দেবাংশু