প্রতিবেদন : আবারও রেকর্ড গড়ল বাংলা (West Bengal)। স্বনির্ভরতায় বাংলার মহিলারা এগিয়ে চলেছেন দুর্বার গতিতে। মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলির তৈরি সামগ্রী এবার দ্বিগুণ বিক্রি হল দার্জিলিংয়ের সরস মেলায়। সপ্তম সরস মেলায় প্রায় ৭ কোটি টাকারও সামগ্রী বিক্রি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার নারীরা হয়ে উঠেছেন স্বনির্ভর। বাংলার হস্তশিল্প পৌঁছে যাচ্ছে বিশ্বের দরবারে। এবারই প্রথম দার্জিলিংয়ে বসেছিল সরস মেলার আসর। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই কলকাতা থেকে সরস মেলাকে সরানো হয়েছিল পাহাড়ে। শীতের মরশুমে নভেম্বরে দেশ ও বিদেশের পর্যটকদের আনাগোনা ছিল। বাংলার (West Bengal) মহিলাদের হস্তশিল্পকে বিদেশি অভ্যাগতদের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়েই পাহাড়কে এবার সরস মেলার জন্য বেছে নেন মুখ্যমন্ত্রী। তাঁর এই পরিকল্পনা একশো শতাংশ সফল। সদ্য শেষ হওয়া সরস মেলায় এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি হস্তশিল্প সামগ্রী বিক্রি হয়েছে বিগত বছরের দ্বিগুণ। সাড়ে সাত কোটি টাকার সামগ্রী বিক্রি হয়েছে। তার মধ্যে খেলনা, চাবির রিং কেনার চাহিদা ছিল সবচেয়ে বেশি। রাজ্যের পঞ্চায়েত দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বিগত বছরগুলিতে রাজ্যে সরস মেলায় বিক্রি হয়ে থাকে আড়াই থেকে তিন কোটি টাকার সামগ্রী। কিন্তু এবার বাংলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের লক্ষ্মীলাভ হয়েছে পাহাড়ে সরস মেলায় স্টল দিয়ে। পাহাড়ে প্রথমবার মেলাতেই কামাল করে দিয়েছেন বাংলার হস্তশিল্পীরা।
আরও পড়ুন- আবাসের কাজ খতিয়ে দেখতে চলছে প্রশাসনের পরিদর্শন
রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবার শীতকালে রাজ্যে এবং রাজ্যের বাইরেও প্রায় ২০০ মেলায় অংশ নেবেন। এর মধ্যে একাংশের আয়োজিত হবে সরাসরি সরকারি দফতরের পক্ষ থেকে। ভিনরাজ্যে আয়োজিত মেলাগুলির জন্য হস্তশিল্পীদের সমস্তরকম সহায়তা দেবে রাজ্য সরকার। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি সামগ্রীর বিক্রি এবং রোজগার বৃদ্ধিই বাংলার মা-মাটি-মানুষের সরকারের মূল লক্ষ্য।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…