প্রতিবেদন : কয়েক দশকের রেকর্ড ভেঙে চলতি বছর উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর উপস্থিতির হার ৯৯ শতাংশ। যা কার্যত নজিরবিহীন বলে মনে করছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সংসদ সভাপতি জানাচ্ছেন, কয়েক দশকে এই প্রথম উপস্থিতির এই হার তিনি দেখলেন। সাধারণত ৯০ শতাংশ থেকে ৯৫ শতাংশ উপস্থিতির হার থাকে। কিন্তু এই বছর সেই সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়ে বিপুল পরিমাণে উপস্থিতি রয়েছে। পুরো বিষয়টার পেছনে সেমিস্টার সিস্টেমকেই কৃতিত্ব দিচ্ছেন তিনি। তবে অনুপস্থিত কারোর বছর নষ্ট হবে না।
আরও পড়ুন-পুজোয় ব্যস্ত পিংলার পটশিল্পীরা, হোটেল-মণ্ডপ থেকে আসছে কাজের অর্ডার
অনুপস্থিত সকলেই চাইলে নির্দিষ্ট সময়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে পারবে। তাঁর কথায়, নতুন সেমিস্টার সিস্টেম হওয়ার ফলে পরীক্ষার্থীরা অনেক বেশি আগ্রহী পরীক্ষা দিতে। এছাড়াও ছোট ছোট ভাগে সিলেবাস ভেঙে যাওয়ায় তাদের পড়াশোনা করতেও সুবিধে হচ্ছে। পাশাপাশি ওএমআর শিট পরীক্ষা দেওয়ার বিষয়টিও তাদের কাছে বেশ মজার লাগছে। সভাপতি জানান, প্রত্যেকবার মালদা থেকে যেখানে এত প্রশ্নফাঁস বা বিশৃঙ্খলার অভিযোগ আসে সেখানে এই বছর মালদায় একেবারে শান্তিপূর্ণভাবে, বিনা অভিযোগে পরীক্ষা হয়েছে। সংসদের তথ্য অনুযায়ী, মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬,৬০,০০০। তার মধ্যে প্রথম দিন অনুপস্থিত ছিল ৫,৮২৭ জন। হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে ১৪৩ জন। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীর সংখ্যা ৪৯৭, তাদের মধ্যে কলকাতার পড়ুয়ারা ২০৮জন। এবার সংশোধনাগার থেকে পরীক্ষায় বসেছে ৩ জন।