মহাষ্টমীতে রেকর্ড ভিড় শিল্পশহরের মণ্ডপে

মহাষ্টমীর সন্ধ্যায় শিল্পশহরে রেকর্ড ভিড়। বড় বাজেটের প্রতিটি মণ্ডপেই জনজোয়ার। বিধাননগরের ফুলঝোর সর্বজনীনের থিম ‘শান্তি’‌।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর :‌ মহাষ্টমীর সন্ধ্যায় শিল্পশহরে রেকর্ড ভিড়। বড় বাজেটের প্রতিটি মণ্ডপেই জনজোয়ার। বিধাননগরের ফুলঝোর সর্বজনীনের থিম ‘শান্তি’‌। চোখধাঁধানো আলোকসজ্জা দেখতে মাঝরাত পর্যন্ত প্রায় লাখদশেক মানুষের সমাগম হয়েছিল। বেনাচিতির অগ্রণী সাংস্কৃতিক পরিষদের থিম ‘রঙের মেলা’‌। ভিড়ে রেকর্ড করেছে এই পুজোও।

আরও পড়ুন-রূপান্তরকামীরাও মাতলেন পুজোয়

ভিড়িঙ্গির নবারুণ ক্লাব করেছে ‘মাহিষমতী রাজপ্রাসাদ’–এর‌ আদলে মণ্ডপ। শহরের অন্যতম বড় পুজো মার্কনি দক্ষিণপল্লি সর্বজনীন ৬৪ বছরে। থিম ‘মাটি’‌। মাটির সামগ্রী দিয়ে দৃষ্টিনন্দন মণ্ডপ ছিল বড় আকর্ষণ। সিটি সেন্টারের ঊর্বশী সর্বজনীনের থিম ‘মানসিক চাপ’। উদ্যোক্তারা পথশিশুদের পোশাক দিয়েছেন। বিধাননগরের ক্নাব স্যান্টোস এবার পা দিল ৫২ বছরে। এই ক্নাব এবার করেছে মায়াপুরের নতুন ইস্কন মন্দির। মণ্ডপ প্রাঙ্গণে ‘আনন্দমেলা’‌ ছিল মূল আকর্ষণ।

Latest article