সংবাদদাতা, ঝাড়গ্রাম : আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তাঁর প্রিয় জঙ্গলমহলে পা রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য প্রস্তুতি চুড়ান্ত পর্যায়ে। এদিকে মুখ্যমন্ত্রীর সফরের আগে সোমবার ঝাড়গ্রামের রাজ কলেজ সংলগ্ন মাঠের হেলিপ্যাডে কপ্টারের ট্রায়াল রান হয়ে গেল। সভাস্থল বেলপাহাড়ির সাহাড়ি লাগোয়া কুচলাপাহাড়ির ফুটবল মাঠের কাছেও আর একটি হেলিপ্যাড করা হয়েছে। তবে নিরাপত্তার কারণে এখনও পরিষ্কার নয় মুখ্যমন্ত্রী সড়ক পথে না আকাশ পথে আসবেন।
আরও পড়ুন-শুরুতেই হোঁচট, ভুল বুঝে ক্ষমা চাইলেন রাষ্ট্রসংঘের মহাসচিব
এদিকে এদিন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তারা-সহ প্রশাসনিক কর্তারা সভাস্থল ঘুরে দেখেন। সভাস্থলের পুর এলাকাটিকে শক্ত পলিমারের ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে। সভাস্থলের অনুষ্ঠান যাতে দর্শকরা ভাল ভাবে দেখতে পান তার জন্য বেশ কয়েকটি বড় বড় টিভি স্ক্রিন লাগানো হয়েছে। অনুষ্ঠানস্থলের চারদিকে লাগানো হয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরা। বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানের উদ্বোধন করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। এদিন সভাস্থলের প্রস্তুতি দেখতে যান তৃণমূলের বিনপুরের বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি দেবনাথ হাঁসদা-সহ জেলার নেতা-নেত্রীরা। দেবনাথ হাঁসদা বিনপুরের বিধায়ক। মুখ্যমন্ত্রীর সভাস্থল তাঁর বিধানসভা এলাকার মধ্যে পড়ছে। দেবনাথ বলেন, যদিও মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা তবুও সাধারণ মানুষকে আটকানো যাবে না। মুখ্যমন্ত্রীর কথা শুনতে, তাঁকে দেখতে এবার রেকর্ড সংখ্যক লোক হবে।