প্রতিবেদন : মার্কিন ডলারের সাপেক্ষে ক্রমশই কমছে ব্রিটেনের পাউন্ডের দর। ডলারের তুলনায় ৩৭ বছরে পাউন্ডের দরে সর্বোচ্চ পতন হয়েছে। অগাস্ট মাসেও ডলারের তুলনায় পাউন্ডের দরে ৫ শতাংশ। এর আগে ২০১৬ সালের অক্টোবরে পাউন্ডের দামে বড় ধরনের পতন হয়েছিল। তারপর এটাই হল দামের সর্বোচ্চ পতন।
আরও পড়ুন-কৃষকের অন্তঃসত্ত্বা মেয়েকে ট্রাক্টরে পিষে খুন ঋণ সংস্থার কর্মীর
পাউন্ডের বিনিময় হার কমার অর্থ হল, বিদেশ ভ্রমণে ব্রিটিশ নাগরিকদের ব্যয়ের ক্ষমতা হ্রাস পাওয়া। জুলাই মাসে ব্রিটেনের মুদ্রাস্ফীতির হার ছিল ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। মুদ্রাস্ফীতির হার পৌঁছেছিল ১০.১ শতাংশে। যদিও অগাস্ট মাসে তা কমে ৯.১ শতাংশে নেমে আসে। আর্থিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাউন্ডের পতনের মূল কারণ অর্থনৈতিক স্থবিরতা।