সংবাদদাতা, জলপাইগুড়ি : আলুর রেকর্ড ফলন হয়েছে ময়নাগুড়িতে। এবার ৫০০০ হেক্টর জমিতে আলু চাষ করেছেন চাষিরা। তাতে প্রায় এক লক্ষ ১২ হাজার টন আলু উৎপাদন হয়েছে। এতে স্বাভাবিকভাবেই খুশি চাষিরা। আলুর ফলন এতটাই বেশি যে বাজারে বিক্রির পরেও রয়েছে প্রচুর আলু। হিমঘরে সেই আলু মজুত করা হচ্ছে।
আরও পড়ুন-ভাটপাড়া পুরসভায় বোর্ড
তবে এক্ষেত্রে দেখা দিয়েছে সমস্যা, ময়নগুড়ির চাষিরা এত পরিমাণ আলু মজুত করেছেন, যে হিমঘরে আর জায়গা নেই। ফলে কোচবিহারের রানিরহাট, এবং মেখলিগঞ্জ থেকে প্রচুর পরিমাণ আলু ময়নাগুড়ির বিভিন্ন কোল্ড স্টোরেজে রাখার ফলে বিপাকে পড়েছেন এই এলাকার চাষিরা। এই বিষয়ে সমস্যা মেটাতে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বিমেলেন্দু চৌধুরি হিমঘর মালিক এবং চাষিদের নিয়ে জেলাশাসকের সঙ্গে বৈঠক করে পঞ্চায়েতের মাধ্যমে চাষিদের বন্ড দেওয়ার ব্যবস্থা করেছেন। এই বৈঠকে হিমঘরের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন পঞ্চায়েত কর্মাধ্যক্ষ। এই বিষয়ে জেলাশাসক তাঁকে আশ্বস্ত করেছেন।