প্রতিবেদন : রেশনের স্বচ্ছ ব্যবস্থায় বিজেপি শাসিত রাজ্যগুলিকে কয়েক যোজন পিছনে ফেলে দিল বাংলা। খাদ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে মাত্র দেড় শতাংশ রেশন গ্রাহকের আধার নম্বর সংযুক্তিকরণ হয়নি। অর্থাৎ ৯৮.৫ শতাংশ গ্রাহকের আধার নম্বর সংযুক্তিকরণ হয়ে গিয়েছে। ৯৭.৩৭ শতাংশ রেশন গ্রাহকের বায়োমেট্রিক যাচাই সম্পন্ন হয়েছে রাজ্যে। এই কাজে বহু পিছিয়ে একাধিক বিজেপিশাসিত রাজ্য।
বাংলা খাদ্য দফতর আধার নম্বরের বায়োমেট্রিক যাচাই অর্থাৎ ই-কেওয়াইসি সম্পন্ন করেছে ৯৭.৩৭ শতাংশ গ্রাহকের। রেশন গ্রাহকদের আধার নম্বর ও বায়োমেট্রিক যাচাইয়ের প্রক্রিয়ায় দেশের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান রয়েছে উপরের সারিতেই। কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার একটি রিপোর্ট সামনে আনে। সেই রিপোর্ট অনুযায়ী, রাজ্যে ৯৩ শতাংশ গ্রাহকের ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়েছিল। বাংলার থেকে সেই সময় সামান্য এগিয়েছিল তিন-চারটি রাজ্য।
আরও পড়ুন-রসুন-আদা চাষে কৃষকদের উৎসাহ দিতে বিশেষ প্রকল্প
রেশন বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় সরকারই আধার সংযুক্তিকরণ ও বায়োমেট্রিক যাচাইয়ের উপর জোর দেয়। কিন্তু বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যগুলি এ-ব্যাপারে পিছিয়ে রয়েছে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী। মাত্র ১৫টি রাজ্য ৮০ শতাংশের বেশি ই-কেওয়াইসি করেছে। রাজ্যগুলির খাদ্য বরাদ্দ ও ভরতুকি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারির পরও ডবল ইঞ্জিন রাজ্যগুলিকে বাগে আনতে পারেনি কেন্দ্র। সেখানে বাংলা দৃষ্টান্তমূলক সাফল্য দেখিয়েছে। রাজ্যের সব ব্লকে ৯৩ শতাংশের বেশি বায়োমেট্রিক যাচাই হয়েছে। বাকি কাজ অনতিবিলম্বে সেরে ফেলতে খাদ্য দফতরের বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে। রেশন কার্ডের সঙ্গে কোনও নতুন আধার নম্বর যুক্ত করতে চাইলে বিশেষ সতর্কতা নিতে বলা হয়েছে। যে সমস্ত গ্রাহকের ই-কেওয়াইসি করতে সমস্যা, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে। কোনও বৈধ গ্রাহক যাতে রেশনের খাদ্যসামগ্রী পাওয়া থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে উদ্যোগী রাজ্য। ই-কেওয়াইসি ছাড়া কোনও গ্রাহককে রেশন দেওয়া দণ্ডনীয়। বাকি ২ শতাংশের কাজ তাই তড়িঘড়ি সেরে ফেলতে চাইছে খাদ্য দফতর।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…