সংবাদদাতা, কোচবিহার: সিতাইয়ের প্রার্থী সঙ্গীতা রায়ের প্রচারেও ঝড় তুললেন ক্রিকেটার তথা সাংসদ ইউসুফ পাঠান। সোমবার তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া ও সিতাইয়ের প্রার্থী সঙ্গীতা রায়কে সঙ্গে নিয়ে হুডখোলা জিপে ওকড়াবাড়ি থেকে গীতালদহ বাজার পর্যন্ত প্রচার করেন তিনি। এরপর রাস্তার পাশে মিষ্টির দোকানে বসে চাও খেয়েছেন তিনি। এদিকে ইউসুফ পাঠানকে এক ঝলক দেখতে তাঁর জিপের সামনে হুমড়ি খেয়ে পড়েছিলেন সিতাইয়ের আট থেকে আশি। সোমবার বিকেলে ইউসুফ আসবেন শুনে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উন্মাদনা। রাস্তার দু’পাশে ইউসুফ পাঠানের ফেস্টুন ছবিতে ছয়লাপ হয়ে যায়।
আরও পড়ুন-বিবড়দায় ফাল্গুনির সমর্থনে প্রচারে ঝড় তুললেন সোহম
ইউসুফ বলেন, তিনি প্রথমবার কোচবিহারে এসেছেন। এখানকার বাসিন্দাদের তাঁকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখে তিনি আপ্লুত। যেভাবে কোচবিহারে উন্নয়ন হয়েছে সঙ্গীতা রায় বিপুল ভোটে জেতার পর এই উন্নয়ন আরও বেশি হবে। কোচবিহার শহরে একটি শ্যামাপূজার অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন ইউসুফ। সোমবার ছিল উপনির্বাচনের শেষ প্রচারের দিন। শেষ বেলায় প্রচারে সেলিব্রিটি মুখ ইউসুফকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রচার ছিল তুঙ্গে৷ রাস্তার দু’পাশে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আলিপুরদুয়ারের মাদারিহাটে নির্বাচনী প্রচার শেষ করে ইউসুফ এসেছিলেন কোচবিহারের জেলা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে। এত কাছ থেকে তাঁকে পেয়ে আপ্লুত সিতাইয়ের মানুষ৷ তৃণমূল কংগ্রেসের সিতাইয়ের প্রার্থী সঙ্গীতা রায় বলেন, প্রথম থেকেই প্রচারে ভাল সাড়া পেয়েছেন সিতাইয়ের বাসিন্দাদের। তবে শেষ দিনে ইউসুফ পাঠানের এই প্রচার তাঁর কাছে বাড়তি পাওয়া। সিতাইয়ের বাসিন্দাদের কাছে তাঁর অনুরোধ, সিতাইয়ের উন্নয়নের জন্য তাঁকে যেন বিধায়ক নির্বাচিত করে আশীর্বাদ করেন সকলে।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…