বঙ্গ

বেনজির দুর্যোগ কলকাতায়, অবিশ্রান্ত বর্ষণে বিপর্যস্ত জনজীবন, রেকর্ড বৃষ্টি ৩৯ বছরে সর্বাধিক

প্রতিবেদন : অবিশ্রান্ত বৃষ্টি। সাম্প্রতিক অতীতে এমনটা দেখেনি কলকাতা। দেবীপক্ষের দ্বিতীয়া তিথিতে শহর কলকাতায় আগমন বর্ষাসুরের। আবহাওয়া দফতর সূত্রে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ৩৯ বছর পর সেপ্টেম্বরে আবার এমন ভয়াবহ বর্ষণ  (Record rainfall) হল কলকাতা ও সংলগ্ন এলাকায়। ১৯৭৮ সালে একদিনে সবথেকে বেশি বৃষ্টি হয়েছিল ৩৬৯.৪ মিলিমিটার। তারপর ১৯৮৬ সালে ২৫৯.৫ মিলিমিটার। আর এবার অর্থাৎ ২০২৫-এর ২২ সেপ্টেম্বরের রাতে হল ২৫১.৬ মিলিমিটার। অর্থাৎ ১৯৭৮ সালের পর এটি তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত। বর্ষাকালের সার্বিক বিচারে ২০২৫-এর বৃষ্টির পরিমাণ ষষ্ঠ সর্বোচ্চ। এদিন রাত আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি কলকাতায়। অসুর বৃষ্টির দাপটে কার্যত বিপর্যস্ত শহর ও শহরতলির জনজীবন। এই বর্ষাসুরকে প্রতিহত করতে রাত থেকেই রাস্তায় পুরসভা ও বিপর্যয় মোকাবিলা দফতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত জেগে মনিটরিং করেছেন। মেয়র ফিরহাদ হাকিম কন্ট্রোলরুম সামলেছেন রাতভর। তৃণমূলের নেতা-মন্ত্রী-বিধায়কেরা রাস্তায় নেমে জনসাধারণের পাশে দাঁড়িয়েছেন।

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকাগুলোতে গড় বৃষ্টিপাতের (Record rainfall) পরিমাণ ২৫৩ মিলিমিটার। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামডহরি এলাকায় ৩৩২ মিলিমিটার। এছাড়াও মানিকতলা, কাঁকুড়গাছি, উল্টোডাঙা, তপসিয়া, বালিগঞ্জ-সহ সমগ্র কলকাতা জুড়ে দাপটে বৃষ্টি হয়েছে রাতভর। প্রায় প্রত্যেকটি জায়গাতেই ২০০ থেকে ৩০০ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস আগেই সতর্ক করেছিল অতি-ভারী বর্ষণের। কিন্তু এদিন যে রেকর্ড ব্রেকিং বৃষ্টি হবে, তা কল্পনা করা যায়নি। কী কারণে এই বৃষ্টি? ব্যাখ্যা দিয়ে আলিপুর হাওয়া অফিসের আবহাওয়াবিদেরা জানিয়েছেন, অতি-গভীর নিম্নচাপের জেরে প্রচুর জলীয় বাষ্প পুঞ্জিভূত হয়েছিল এক জায়গায়। কলকাতা ও তার সংলগ্ন আকাশে সেই মেঘ থেকেই অঝোর ধারায় বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদেরা আরও জানান, মাটি থেকে মেঘের দূরত্ব ছিল মাত্র পাঁচ কিলোমিটার। তার ফলেই ছোট্ট পরিসরে বৃষ্টির প্রকোপ ছিল ভয়াবহ। নাগাড়ে বৃষ্টিতে বিপর্যয় নেমে আসে কলকাতার বুকে।
আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই কেটে যাচ্ছে না দুর্যোগ-পরিস্থিতি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আগামী তিনদিন। কোথাও কোথাও হালকা ও মাঝারি বৃষ্টি হবে।

আরও পড়ুন-প্রবল বৃষ্টি, যানজট, ব্যাহত বিমান, মেট্রো থেকে রেল পরিষেবা, বন্ধ হল চক্ররেলে

ভোর ৫টা পর্যন্ত শহরের কোথায় কত বৃষ্টিপাত
কামডহরি (গড়িয়া) ৩৩২
যোধপুর পার্ক ২৮৫
কালীঘাট ২৮০.২
তপসিয়া ২৭৫
বালিগঞ্জ ২৬৪
চেতলা ২৬২
মোমিনপুর ২৩৪
চিংড়িঘাটা ২৩৭
পামার বাজার ২১৭
ধাপা ২১২
সিপিটি ক্যানেল ২০৯.৪
উল্টোডাঙা ২০৭
কুঁদঘাট ২০৩.৪
পাগলাডাঙা (ট্যাংরা) ২০১
কুলিয়া (ট্যাংরা) ১৯৬
ঠনঠনিয়া ১৯৫
* হিসেব সব মিলিমিটারে

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 hour ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago