দ্বিতীয় দফাতেও রেকর্ড ভোট

Must read

পাটনা : প্রথম দফার পর মঙ্গলবার বিহার বিধানসভার (bihar assembly election) দ্বিতীয় তথা চূড়ান্ত পর্বের নির্বাচনেও দারুণ উৎসাহ লক্ষ্য করা গেল। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৭.১৪ শতাংশ। কমিশনের দাবি, এবারের নির্বাচনে এটি রেকর্ড। সবচেয়ে বেশি ভোট পড়েছে কিষাণগঞ্জে। বেলা ৩টে পর্যন্ত ভোট পড়ে ৬৬.১০ শতাংশ। এরপরেই পূর্ণিয়া— ভোট পড়েছে ৬৪.২২ শতাংশ। প্রথম দফায় ভোট পড়েছিল প্রায় ৬৫ শতাংশ। এদিন আরওয়ালে ভোট (bihar assembly election) চলার সময়ই কর্তব্যরত অবস্থায় মারা যান প্রিসাইডিং অফিসার অরবিন্দ কুমার। আরজেডি নেতা তেজস্বী যাদবের প্রতিক্রিয়া, আমার হৃদয় ভরে যাচ্ছে আনন্দে। প্রকৃত অর্থেই দৃষ্টান্ত স্থাপন করেছে বিহার।

আরও পড়ুন-দিল্লি বিস্ফোরণে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট, শাহের ইস্তফা চাইল তৃণমূল

Latest article