প্রতিবেদন : বিজেপি জমানায় বেকারত্ব (unemployment) কমার লক্ষণ নেই। মোদি সরকারের দেওয়া সমস্ত প্রতিশ্রুতিই যে ভাঁওতা, তা ফের একবার প্রমাণ হল এই সার্বিক বেকারত্বের হার প্রকাশে। এই রিপোর্টে স্পষ্ট যুবসমাজের মধ্যে কর্মহীনতা বৃদ্ধি পেয়েছে প্রবলভাবে।
সম্প্রতি মাসিক বেকারত্বের (unemployment) হার প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেইমতো এপ্রিলের কাজের বাজারের ‘পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে’ বা পিএলএফএসের রিপোর্ট, সার্বিক বেকারত্বের হার হয়েছে ৫.১ শতাংশ। ১৫-২৯ বছর বয়সিদের মধ্যে কর্মহীনতা সবথেকে বেশি ১৩.৮ শতাংশ। আর সবথেকে বেশি উদ্বেগজনক, শহরাঞ্চলে বেকারত্বের হার। শহরাঞ্চলে বেকারত্ব ১৭ শতাংশ পেরিয়েছে। সেখানে গ্রামাঞ্চলে বেকারত্বের হার ১২.৩ শতাংশ।
আরও পড়ুন- নেত্রীর নির্দেশে প্রকাশ তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারপার্সন, সভাপতির তালিকা
শ্রম বাজারের এই সমীক্ষাটি প্রকাশ করে কেন্দ্র দাবি করেছে, কত জন নিয়োগের যোগ্য হয়েও বেকার, তাতে নজরদারি ও পদক্ষেপ করার জন্যই এই চেষ্টা। কিন্তু তারপরও তোপের মুখে কেন্দ্র। কারণ কেন্দ্র কর্মসংস্থানের একাধিক প্রতিশ্রুতি দিলেও একটিও বাস্তাবায়িত করেনি। তার ফলেই বেকারত্ব বেড়েছে। শহরে সুযোগ-সুবিধা বেশি থাকা সত্ত্বেও একাংশ রোজগার করতে চেয়েও পারছেন না। এর আগে ২০১৬-’১৭ সালে ফাঁস হয়ে যাওয়া পরিসংখ্যান দেখিয়েছিল দেশে বেকারত্বের হার ৪৫ বছরের মধ্যে সবথেকে বেশি। গত মাসের হিসাব অনুযায়ী, ১৫ থেকে ২৯ বছর বয়সি মহিলাদের মধ্যে বেকারত্ব ১৪.৪ শতাংশ। তাদের মধ্যে শহরে কাজ না পাওয়ার হার ২৩.৭ শতাংশ, গ্রামে ১০.৭ শতাংশ। আর পুরুষদের ক্ষেত্রে ১৫-২৯ বছরের ক্ষেত্রে কর্মহীন ১৩.৬ শতাংশ। শহরে ১৫ শতাংশ, গ্রামে ১৩ শতাংশ।