দেশে রেকর্ড বেকারত্ব মোদিকে তির দলের

সিএমআইই’র তথ্য অনুসারে, ভারতের বেকারত্ব ২০২৩-এর মার্চে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ বেড়ে ৭.৮ শতাংশে পৌঁছেছে।

Must read

প্রতিবেদন : দেশে বেকারত্বের হার সমস্ত রেকর্ড ভেঙেছে। মোদি সরকারের ৯ বছরের কার্যকালে কর্মসংস্থানের হার তলানিতে। ভয়াবহ বেকারত্বের পরিস্থিতি নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, নরেন্দ্র মোদি ভারতকে চরম অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। বেকারত্বের মতো গুরুত্বপূর্ণ সমস্যাকে প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে অবহেলা করছেন। সিএমআইই’র তথ্য অনুসারে, ভারতের বেকারত্ব ২০২৩-এর মার্চে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ বেড়ে ৭.৮ শতাংশে পৌঁছেছে।

আরও পড়ুন-জার্ভিসকে আড়াল করছেন স্টিফেন

তৃণমূল কংগ্রেসের কটাক্ষ, এটাই কি বিজেপির প্রতিশ্রুতি দেওয়া ‘আচ্ছে দিন’? কেন্দ্রে বিজেপি সরকারের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে মোদি ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। পিএমও ইন্ডিয়ার পক্ষ থেকে ট্যুইট করে বলা হয়েছিল আগামী দেড় বছরের মধ্যে সরকারি দফতর এবং মন্ত্রকগুলিকে ১০ লক্ষ চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু প্রতিবারের মতো কথা এবং বক্তৃতাই সার। বাস্তবটা হল বেকারত্বের জ্বালায় জ্বলছে দেশের লক্ষ লক্ষ কর্মপ্রার্থী যুবক-যুবতী। তা নিয়েই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে কটাক্ষ-তির।

Latest article