দু’দফায় নির্বিঘ্নে পরীক্ষার জন্য প্রস্তুত প্রশাসন: ৩৫,৭২৬ পদে নিয়োগ

Must read

প্রতিবেদন : স্কুল সার্ভিস কমিশনের (SSC) মাধ্যমে একলপ্তে ৩৫,৭২৬ জন স্কুলশিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এর জন্য দু-দফায় পরীক্ষা নেবে কমিশন। এর মধ্যে নবম, দশমে শূন্যপদের সংখ্যা ২৩,২১২ এবং একাদশ, দ্বাদশে শূন্যপদের সংখ্যা ১২,৫১৪টি। দুটি ক্ষেত্রেই ১৭ শতাংশ ওবিসি সংরক্ষণ ধরে শূন্যপদের সংখ্যা প্রকাশ করেছে কমিশন। ৭ সেপ্টেম্বর রবিবার নবম-দশমের এবং ১৪ সেপ্টেম্বর পরের
রবিবার একাদশ-দ্বাদশের পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন- শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক

এবার সবমিলিয়ে আবেদনকারীর সংখ্যা প্রাায় ৫ লক্ষের কাছাকাছি। গোটা পরীক্ষা যাতে নির্বিঘ্নে শেষ হয় তার জন্য প্রয়োজনীয় সমস্তরকম ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন। এরই মধ্যে বিরোধীদের মদতে একাংশ আদালতে গিয়ে নিয়োগ প্রক্রিয়া বানচাল করা ও পরীক্ষা পিছিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল। কিন্তু রাজ্যের আবেদন মেনে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে নির্ধারিত দিনেই পরীক্ষা হবে। সূচির কোনও পরিবর্তন করা যাবে না। এসংক্রান্ত একাধিক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টেও। কিন্তু সে সব মামলাই খারিজ হয়ে গিয়েছে। ফলে নিয়োগ প্রক্রিয়া চালু রাখতে আর কোনও সমস্যা নেই কমিশনের সামনে। তবে সব আইনি বাধা পেরিয়ে কমিশন এবার নিয়োগের পরীক্ষা নিতে চলেছে। আপাতত তাই কমিশনের অন্দরে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। বিরোধীদের প্রশ্নফাঁস ও প্রশ্ন নিয়ে যাবতীয় অভিযোগ উড়িয়ে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরীক্ষার সব প্রশ্নই সুরক্ষিত রয়েছে। নির্ধারিত দিনেই ওই প্রশ্নে পরীক্ষা হবে। পরীক্ষায় যাঁরা বসবেন তাঁদের কাছে এর মধ্যেই পৌঁছে গিয়েছে প্রভিশনাল অ্যাডমিট কার্ড। পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় গাইডলাইনও প্রকাশ করেছে কমিশন। রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরগুলিও পরীক্ষার দিনগুলিতে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য প্রস্তুতিও সেরে ফেলেছে।

Latest article