প্রতিবেদন : ২১ জানুয়ারির মধ্যেই একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকা নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি (SSC)। রাজ্যের বিভিন্ন স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শূন্যপদের সংখ্যা রয়েছে ১২,৫১৪টি। ইতিমধ্যেই রাজ্যের তরফে সবুজসঙ্কেত মিলেছে। আর তার পরেই তোড়জোড় শুরু করেছে এসএসসি। একাদশ ও দ্বাদশস্তরের শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করেছে এসএসসি (SSC)। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, আমরা ২০ তারিখেও তালিকা প্রকাশ করতে পারি। তবে সর্বোচ্চ ২১ তারিখ পর্যন্ত সময় নেওয়া হয়েছে। এর যত আগে কাজ হবে তত আগেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে।

