১,৫০০ নিয়োগ

এজন্য শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে। এছাড়া এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রায় ১৫০০ জনকে বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হবে।

Must read

প্রতিবেদন : রাজ্যের প্রতিটি মহকুমায় পুলিশের জন্য একজন করে আইনি পরামর্শদাতা নিয়োগ করা হবে। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সূত্রের খবর, শীঘ্রই রাজ্যের ৯৯টি মহকুমায় পুলিশকে আইনি সাহায্যের জন্য একজন করে পরামর্শদাতা নিয়োগ করা হবে।

আরও পড়ুন-দিনের কবিতা

এজন্য শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে। এছাড়া এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রায় ১৫০০ জনকে বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হবে। জানা গিয়েছে, চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মচারী—দু’রকম পদেই কর্মী নেওয়া হবে। এর মধ্যে বড় নিয়োগ হতে পারে জনস্বাস্থ্য কারিগরি দফতরে। ৫৮৩ জন চুক্তিভিত্তিক জুনিয়র ইঞ্জিনিয়ারকে নিয়োগ করা হবে। এছাড়াও পুর দফতরে নিয়োগ করা হবে প্রায় ৭০০ জনকে। তাঁদের মধ্যে ৬৪ জন পরিবেশবন্ধুকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সব মিলিয়ে বিভিন্ন দফতরে মোট ১৪৪৫ জন কর্মী খুব শীঘ্রই নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

Latest article