প্রতিবেদন : নির্দেশ অনুযায়ী ২০০৯ সালের প্রাথমিক শিক্ষকের প্যানেলে থাকা প্রার্থীদের নিয়োগ-প্রক্রিয়া (Teachers recruitment) শুরু করল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্যানেলে থাকা প্রার্থীদের ধরে-ধরে ডাকে নিয়োগের চিঠি পাঠানো শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার মোট ১,৫০৬ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য ২০০৯ সালে এই নিয়োগ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছিল। কিন্তু মামলার কারণে সেই নিয়োগ আটকে ছিল। অবশেষে জট ছাড়িয়ে সেই প্রক্রিয়া শুরু করল জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতের নির্দেশে গত বছরই চাকরিপ্রার্থীদের এই প্যানেল প্রকাশ করে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ডিপিএসসি। ডিপিএসসি-র তরফ থেকে গত বছরের নভেম্বর মাসে জানানো হয়েছিল, প্যানেল প্রকাশ করা হচ্ছে তবে কাউন্সেলিং হবে না। ২০০১ সালের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী ওই নিয়োগ হবে বলে জানানো হয়েছিল। নিয়োগপত্র প্রার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথাও বলেছিল ডিপিএসসি। সেই মতোই এবার নিয়োগ-প্রক্রিয়া (Teachers recruitment) শুরু করল পর্ষদ। এদিকে, প্রাথমিকের নিয়োগ-সংক্রান্ত একটি মামলায় এদিনই প্রকাশিত প্যানেল অনুযায়ী অবিলম্বে নিয়োগ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অমৃতা সিনহা ও বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার তাঁদের নির্দেশে জানিয়েছেন, আগামী ৩০ অগাস্টের মধ্যে ওইসব শূন্যপদে নিয়োগ সম্পূর্ণ করতে হবে। মামলার পরবর্তী শুনানি ৩০ অগাস্ট। ওইদিনই নিয়োগ সম্পর্কে আদালতে বিস্তারিত রিপোর্ট দেবে পর্ষদ।
আরও পড়ুন- দাঙ্গার গঠনতন্ত্র
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…