প্রতিবেদন : কী বলবে বিজেপি (BJP)? বাংলা নিয়ে এত লাফালাফি, এবার যোগীরাজ্য নিয়ে কী বলবে? উত্তরপ্রদেশে প্রাথমিক শিক্ষক নিয়োগে ৬৯ হাজারের যে মেধাতালিকা তৈরি হয়েছিল, শুক্রবার তা খারিজ করে এলাহাবাদ হাইকোর্ট। মৌলিক শিক্ষা বিধি এবং সংরক্ষণ নির্দেশিকা মেনে তিন মাসের মধ্যে নতুন মেধাতালিকা তৈরির জন্যও রাজ্যকে নির্দেশ দিয়েছে কোর্ট। মেধাতালিকা তৈরিতে সংরক্ষণের নিয়ম না মেনে কারচুপির অভিযোগ ছিল। মামলা চলছিল। আর্থিক অনগ্রসরদের জন্য সংরক্ষণ এই নিয়োগে প্রযোজ্য হবে না, জানিয়েছে কোর্ট।
আরও পড়ুন-বানতলা প্রসঙ্গ উঠতেই মুখে কুলুপ বামেদের
২০১৮-র ডিসেম্বরে ৬৯,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি হয়। পরের বছর পরীক্ষায় বসেন চার লক্ষাধিক পরীক্ষার্থী। পরের বছর দেখা যায়, ১ লক্ষ ৪৭ হাজার পাশ করেছেন। তার মধ্যে ১ লক্ষ ১০ হাজার সংরক্ষিত শ্রেণির। নিয়োগ শুরু হলে অভিযোগ ওঠে, ১৯ হাজার প্রার্থী সংরক্ষণের সুবিধা পাননি। নিয়োগ কেলেঙ্কারিতে মামলা হয়। দীর্ঘ শুনানির পর পুরো মেধাতালিকাই বাতিল করল হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ। যারা বাংলা নিয়ে অভিযোগ তোলেন, এবার তারা কী বলবেন? বিজেপি তাদের নিজের রাজ্য নিয়ে মুখ খুলুক। অবশ্য যদি সৎসাহস থাকে।