যাত্রী পরিষেবায় পরিবহণ দফতরের খামতি দেখে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন রাস্তায় বাসের সংখ্যা কম, কেন পরিষেবা পাচ্ছেন না মানুষ, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিলেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরই যাত্রী পরিষেবায় তৎপর হয় পরিবহণ দফতর। সরকারি বাস পরিষেবার মানবৃদ্ধিতে নেওয়া হয় একগুচ্ছ গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আরও পড়ুন- চাপ সামলাতে নাজেহাল কর্মীরা! পরপর ২ দিন দেশজুড়ে ব্যঙ্ক ধর্মঘট
রাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাস্তায় আরও বেশিসংখ্যক বাস নামানোর। সেই মোতাবেক ২০০ সিএনজি বাস রাস্তায় নামতে চলেছে শীঘ্রই। ৯০০ পরিবহণ কর্মীও নিয়োগ করা হচ্ছে। পরিবহণ দফতর এই মর্মে ৪৫০ জন বাসচালক ও ৪৫০ জন কন্ডাক্টর পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যেই অর্থ দফতর ৯০০ অস্থায়ী পরিবহণ কর্মী নিয়োগের প্রস্তাব মঞ্জুরও করেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আসন্ন মন্ত্রিসভার বৈঠকে ওই নিয়োগ প্রস্তাবে সিলমোহর দেওয়া হতে পারে। তারপরেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। যাত্রীদের দাবিকে গুরুত্ব দিয়েই মা-মাটি-মানুষের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যাপ্ত সংখ্যক সরকারি বাস নামানোর পরিকল্পনা করেছেন। জনতার আর্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যেতেই চটজলদি ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার পরিবহণমন্ত্রী ও সংশ্লিষ্ট দফতরের সচিবদের এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সরকারি ডিপোতে থাকা বাসগুলির ট্রিপ-সংখ্যাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে পর্যাপ্ত কর্মীর অভাব। সেই সমস্যা দূর করতে পরিবহণ কর্মী নিয়োগের প্রস্তাব রাখা হয়। তা অগ্রাধিকারের ভিত্তিতে অনুমোদন দেয় অর্থদফতর। পরিবহণ মন্ত্রী, দফতরের সচিব ও অন্য আমলারা মুখ্যমন্ত্রী নির্দেশে পথে নামলে যাত্রীরা একাধিক নয়া রুটে সরকারি বাস চালানোর দাবি জানান। সেইমতো নতুন রুট চালু করতে আরও ২০০টি পরিবেশবান্ধব বাস যাত্রী পরিষেবায় যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আবার কয়েকশো বসে যাওয়া এসি ও নন-এসি বাসও মেরামতি করে পুনরায় রাস্তায় নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন উপায়ে রাস্তায় সার্বিকভাবে সরকারি বাসের সংখ্যা বৃদ্ধিই এখন লক্ষ্য পরিবহণ দফতরের।