সংবাদদাতা, আলিপুরদুয়ার : জঙ্গলে চোরাশিকার রুখতে কঠোর ব্যবস্থা নিল বন দফতর। ডুয়ার্স বনাঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পাশাপাশি বাড়ানো হয়েছে বনকর্মীদের টহলদারিও। সোমবার বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমের হ্যামিলটনগঞ্জ রেঞ্জের জঙ্গলের গভীর থেকে একটি পূর্ণবয়স্ক চিতল হরিণের মৃতদেহ উদ্ধার করেন বনকর্মীরা।
আরও পড়ুন-চিনের সঙ্গেও ড্র ভারতের মহিলা হকি বিশ্বকাপ
হরিণের দেহ ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে গুলি করে হত্যা। এই ঘটনার পরই জঙ্গলের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। চোরাশিকারিদের প্রবেশ রুখতে বাড়ানো হয়েছে টহলদারিও। ২০২১ সালের পর ডুয়ার্সের জঙ্গলে ফের চোরাশিকারিদের অস্তিত্ব মেলায় যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে বন দফতরে। তখন জলদাপাড়া জাতীয় উদ্যানে একটি পূর্ণবয়স্ক গন্ডারকে হত্যা করে শৃঙ্গ কেটে পালিয়ে গিয়েছিল চোরাশিকারিরা। বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমের উপক্ষেত্র অধিকর্তা প্রবীণ কাসোয়ান জানান, একটি হরিণের দেহ পাওয়া গিয়েছে।