বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর: পাহাড়ে লাল সতর্কতা, তুষারে ঢাকল উত্তর সিকিম

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি ও দার্জিলিং : ফের বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর (north bengal)। বিপদসীমার ওপরে বইছে নদী। ফুঁসছে তিস্তা, তোর্সা, বালাসন। পাহাড়ে জারি হয়েছে সতর্কতা। এরই মধ্যে শুক্রবার সকালে কালিম্পংয়ের ২৯ মাইলে ধস নামে। বন্ধ হয়ে যায় রাস্তা। আবহাওয়া উপেক্ষা করেই প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে। অতিরিক্ত বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়ার কারণে দার্জিলিংয়ের চুংথুংয়ের মেরিবং প্রাথমিক স্কুলে গাছ ভেঙে পড়ে। এই সময় স্কুলে কোনও পড়ুয়া না থাকায় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। গত দুদিন ধরে উত্তরের পাহাড়-সমতলে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। শুক্রবারও অতিরিক্ত বৃষ্টির কারণে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে দার্জিলিংয়ের সরস মেলা। তবে সতর্কতার কারণে মেলা বন্ধ করা হলেও আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের মেলা বসবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। পাহাড় সমতলে প্রবল বৃষ্টির মধ্যেই তুষারে ঢাকল সিকিম। পাহাড়ি অঞ্চল জুড়ে ফের শুরু হয়েছে মৌসুমি তুষারপাত। শুক্রবার সকাল থেকে পূর্ব ও উত্তর সিকিমের একাধিক উচ্চভূমি অঞ্চলে। বিশেষ করে ছাঙ্গু, নাথু-লা ও লাচুং সাদা বরফে ঢেকে গিয়েছে। রাতভর চলা তুষারপাতের জেরে শুক্রবার সকাল নাগাদ সড়ক ও পার্শ্ববর্তী পাহাড়ের গায়ে পড়েছে বরফের স্তর, যার প্রভাব পড়েছে যান চলাচলেও। উত্তর সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাচুং ও ইয়মথাং উপত্যকাতেও তুষারপাতের মনোরম দৃশ্য ধরা পড়েছে। ইউমিসামডংয়ের বিস্তীর্ণ অঞ্চল সাদা চাদরে ঢাকা, রাস্তাঘাট ও গাড়ি ঘন বরফে ঢেকে গিয়েছে।

আরও পড়ুন- দেশের ম্যাপটাই জানে না বিজেপি, বাংলায় এসআইআর-ষড়যন্ত্র স্পষ্ট

Latest article