প্রতিবেদন : পূর্বাভাসের নির্ধারিত সময়ের আগেই প্রবেশ হয়েছে মৌসুমি বায়ুর। দক্ষিণে ও উত্তরে সক্রিয় একাধিক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা। শুক্রবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইতে পারে। কিন্তু বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও থাকবে চরমে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। প্রবল বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলোতে। ঘূর্ণাবর্তের এখনই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই।
আরও পড়ুন-প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, রাখা হোক শহিদ-মৃতদের পরিবারও