আরও পাঁচদিন তীব্র তাপপ্রবাহ ও ভারী বৃষ্টির লাল সতর্কতা, জানাল মৌসম ভবন

হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম ও অরুণাচল প্রদেশে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

Must read

প্রতিবেদন : দিল্লি এবং সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) সোমবার লাল সতর্কতা (red alert) জারি করল। দেশের ওই অংশে প্রবল তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত আছে। এর আগে মৌসম ভবন জানিয়েছিল, দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশে ১৯ জুন পর্যন্ত তীব্র তাপপ্রবাহ চলবে। উত্তর ভারতে অস্বাভাবিক ও দীর্ঘমেয়াদি গরম ও তাপপ্রবাহের পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্যগুলিতে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে। সোমবার মৌসম ভবন জানিয়েছে, অসমের গুয়াহাটি-সহ অন্যত্র আগামী এক সপ্তাহ ধরে অবিরাম বৃষ্টিপাত চলবে।

আরও পড়ুন-কেন্দ্রের অধীন ৫ চা-বাগানে ২ বছর বন্ধ পিএফ

ইতিমধ্যেই ভারী বর্ষণে সিকিমে ভূমিধস ও বন্যা-পরিস্থিতি। একাধিক মানুষের মৃত্যু হয়েছে। মৌসম ভবনের বিজ্ঞানী সোমা সেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। আপাতত উত্তর ভারতে তাপপ্রবাহ চলতে থাকবে। এরমধ্যে বিহার ও ঝাড়খণ্ডে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। এর পাশাপাশি আগামী ৫ দিন অসম, মেঘালয় এবং মণিপুরের মতো পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে মধ্যপ্রদেশের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। সোমবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি। আগামী কয়েকদিন তা আরও বাড়বে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম ও অরুণাচল প্রদেশে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

Latest article