প্রতিবেদনঃ উচ্ছ্বাস আর আদর্শের প্রতি অবিচল আস্থা। তারই প্রতিফলন দেখা গেল ধর্মতলার সমাবেশে। জনতার ঢেউয়ের মাথায় থার্মোকল-শিল্পে ফুটে উঠল, ‘উই লাভ দিদি’। প্রত্যেকের হাতে একটি করে মোট চারটি ইংরেজি অক্ষর।
আরও পড়ুন-“বাংলার ইতিহাসে ২১শে জুলাই এক পবিত্র দিন!’ একুশে জুলাই শহিদ স্মরণ করে টুইটের বার্তা অভিষেকের
মাঝে শ্রদ্ধা-ভালবাসার একটি প্রতীকচিহ্ন। শুধু আনুগত্য প্রকাশ করাটাই লক্ষ্য নয়, জেলা থেকে আসা নেত্রীর অনুগামীদের তাঁর প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশের সুস্পষ্ট প্রয়াস। সঙ্গে হাজারো কন্ঠে স্লোগানও। আসলে গ্রামবাংলার আর্থিক বুনিয়াদকে সুদৃঢ় করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নাতীত সাফল্য আপ্লুত করেছে আমজনতাকে। তাই নেত্রীর প্রতি তাঁদের এই অভিনব উপায়ে কৃতজ্ঞতা প্রকাশ।