মঙ্গলবার, ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে আর ওই দিন থেকেই বুথ স্তরের আধিকারিকরা (বিএলও) এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন। সেই দিনই পথে নামছে তৃণমূল কংগ্রেস। কলকাতার বুকে মিছিল করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মর্মে নিজের লেখা ও সুর করা গান সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী। গানের ক্যাপশনে তিনি লেখেন, ”কালকের মিছিলের আগে আমাদের বক্তব্যের প্রতিফলন হিসেবে দয়া করে আমার লেখা ও সুর করা এই গান শুনুন। গেয়েছেন ইন্দ্রনীল সেন।”
আরও পড়ুন-”বিজেপির সিএএ ক্যাম্পে নাম লেখানো মানে ক্যাম্পে যেতে হবে” সতর্কবার্তা অভিষেকের
প্রসঙ্গত, যেকোন ইস্যুতেই নিজের সৃষ্টির মাধ্যমে সরব হন মুখ্যমন্ত্রী। এবারও ব্যতিক্রম নন। উল্লেখ্য, মঙ্গলবার দুপুর দেড়টার মধ্যে কলকাতা ও লাগোয়া জেলার নেতা-কর্মীদের রেড রোডে ড. বি.আর. অম্বেডকরের মূর্তির সামনে জমায়েত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর আড়াইটে নাগাদ সেখান থেকে শুরু হবে ঐতিহাসিক মিছিল। অম্বেডকর মূর্তির সামনে থেকে মিছিল গিয়ে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। বোঝাই যাচ্ছে, এসআইআর শুরুর দিনটিকে একেবারেই হাতছাড়া করতে রাজি নয় তৃণমূল নেতৃত্ব। তাই ওই দিনই কলকাতায় মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের এদিনের মেগা মিছিলের মূল বার্তা— ভোটাধিকার রক্ষা, সংবিধান সুরক্ষা এবং বাংলার প্রতি কেন্দ্রীয় বৈষম্যের প্রতিবাদ। এই কর্মসূচির মাধ্যমে বাংলার মানুষকে সতর্ক করা হবে যাতে তাঁদের নাম ভোটার তালিকা থেকে যেন কোনভাবেই বাদ না যায়।
কালকের মিছিলের আগে আমাদের বক্তব্যের প্রতিফলন হিসেবে দয়া করে আমার লেখা ও সুর করা এই গান শুনুন। গেয়েছেন ইন্দ্রনীল সেন। pic.twitter.com/2esupdv5JE
— Mamata Banerjee (@MamataOfficial) November 3, 2025

