ক্রিপ্টোকারেন্সি নিয়ে

মঙ্গলবার রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

Must read

নয়াদিল্লি : দেশে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের পরিমাণ, লেনদেন, মূল্যমান সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য নেই সরকারের কাছে। মঙ্গলবার রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

আরও পড়ুন-কাঠগড়ায় এমসিকিউ

লিখিত জবাবে তিনি জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০২১ সালের ৩১ মে একটি সার্কুলার জারি করে ভার্চুয়াল কারেন্সি লেনদেন নিয়ন্ত্রক সংস্থাগুলিকে পরামর্শ দিয়েছে নিরন্তর নজরদারি চালানোর জন্য। বিশেষ করে বেআইনি অর্থ পাচার, সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধে চলতি আইনগুলির সঠিক প্রয়োগ, নির্ভুল ক্রেতা পরিচয় নিশ্চিত করার পরামর্শ দিয়েছে।

Latest article