রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিলি পর্ষদের

চলতি বছর থেকে নবম শ্রেণির রেজিস্ট্রেশন (Registration) হয়েছে অনলাইনেই। এবার সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়ার কাজই শুরু করল মধ্যশিক্ষা পর্ষদ

Must read

প্রতিবেদন : চলতি বছর থেকে নবম শ্রেণির রেজিস্ট্রেশন (Registration) হয়েছে অনলাইনেই। এবার সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়ার কাজই শুরু করল মধ্যশিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, চলতি বছরেই নবম শ্রেণির পড়ুয়াদের অর্থাৎ যারা ২০২৬ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে দেবে মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার ও শনিবার স্কুলগুলিকে বোর্ডের কাছ থেকে সংগ্রহ করে নিতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। মধ্যশিক্ষা দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি নাম, তথ্য কোনও কিছু ভুল থাকে তাহলে তা ২০২৫ সালের ৩ মার্চ থেকে ১৪ মার্চ-এর মধ্যে সংশোধন করতে হবে। এই তথ্য সংশোধনের ক্ষেত্রে রিজিওনাল অফিসে যোগাযোগ করতে হবে। এই বছর ১ আগস্ট থেকে ১৭ অগাস্ট পর্যন্ত নবম শ্রেণির পড়ুয়াদের যাবতীয় তথ্য অনলাইন পোর্টালে আপলোডের নির্দেশ দিয়েছিল পর্ষদ কর্তৃপক্ষ।

আরও পড়ুন-বিক্রমগড় ঝিলের দ্বিতীয় দফার সংস্কার শুরু হচ্ছে

এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, গত বছর রেজিস্ট্রেশন নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছিল। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে ম্যানুয়ালির বদলে গোটা প্রক্রিয়া অনলাইনে হবে। এতে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা যেমন কমবে ঠিক তেমনই কোনও স্কুল গাফিলতি করে দায় এড়াতে পারবে না বলেই মত পর্ষদ সভাপতির। পর্ষদ সভাপতি আগেই জানিয়েছিলেন, ডিসেম্বরের মধ্যেই পড়ুয়ারা স্কুলের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্ড পেয়ে যাবেন। সে মতোই এবার সেই কাজ শুরু করল পর্ষদ।

Latest article