জাতীয়

আমেদাবাদ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রয়াত ক্যাপ্টেনের আত্মীয়কে তলব

গত বছরের জুন মাসের আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার (Air India) ফ্লাইট AI-171 দুর্ঘটনার তদন্ত নিয়ে ফের দ্বন্দ্ব। সেদিনের দুর্ঘটনার তদন্তের কারণে এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) ক্যাপ্টেন বরুণ আনন্দকে তলব করেছে। এর ফলেই এবার ক্ষুব্ধ পাইলটদের সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস (FIP)। AAIB-কে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে সংগঠনের তরফে। এই তলব বেআইনি এবং আন্তর্জাতিক নিয়মের বিরোধী বলেই সাফ জানিয়েছে তারা। প্রসঙ্গত, বরুণ এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত ফ্লাইটের প্রয়াত পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের আত্মীয়।

আরও পড়ুন-চিড়িয়াখানায় খেঁকশিয়ালকে জীবন্ত পুড়িয়ে খুনের অভিযোগ

প্রথম থেকেই সংগঠনের দাবি ছিল, তদন্তকারীরা এই দুর্ঘটনার জন্য পাইলটের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন। এবারও তারা এমন একটা প্রেক্ষাপট তৈরীর চেষ্টা করছেন, যাতে মৃত পাইলটের ঘাড়ে সব দোষ চাপানো যায়। উল্লেখ্য, ২০২৫ সালের জুনে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট আমেদাবাদ থেকে ওড়ার ঠিক পরেই ক্র্যাশ করেছিল। ফ্লাইটের একজন ছাড়া বাকি সব যাত্রী এবং পাইলট সহ সব কর্মী মারা গিয়েছিলেন।

আরও পড়ুন-সীমান্তরক্ষী‌ বাহিনীর শীর্ষপদে বাংলার আইপিএস

জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার তরফে ক্যাপ্টেন বরুণ আনন্দকে জানানো হয়েছে, ওই ফ্লাইট দুর্ঘটনার তদন্তের জন্য তাঁকে AAIB ডেকে পাঠিয়েছে। পাইলটদের সংগঠন এই নিয়ে আপত্তি তুলে জানায় ক্যাপ্টেন বরুণ আনন্দের সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত ফ্লাইটের কোনওরকম সম্পর্ক নেই। শুধুমাত্র বরুণ এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত ফ্লাইটের পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের আত্মীয় বলেই এভাবে তাঁকে ডেকে পাঠানো যায় না।
অন্যদিকে AAIB তলবের পক্ষে কোনও যুক্তি দেখাতে পারেনি বলেই জানিয়েছে FIP। ক্যাপ্টেন বরুণ আনন্দ ওইদিনের দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী নন, টেকনিক্যাল কোনও দায়িত্বে ছিলেন না। তিনি কোনও এক্সপার্টও নন তাই এই তলব একেবারেই অমূলক। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজ়েশনের (ICAO) একটি অনুচ্ছেদ দেখিয়ে FIP জানিয়ে দেয় বিমান দুর্ঘটনায় পাইলট মারা গেলে, তদন্তের সময়ে তাঁর পরিবারকে ডেকে আনা একেবারেই বেআইনি। তবে এতকিছুর পরেও ক্যাপ্টেন বরুণ আনন্দ এই তলবে সাড়া দেবেন বলেই জানা গিয়েছে।

Jago Bangla

Recent Posts

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

4 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago