প্রতিবেদন : এ বছর পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির তত্ত্বাবধানে বাংলা-সহ পার্শ্ববর্তী ৬ রাজ্যের প্রায় ১৮ হাজার হাজি আরব পাড়ি দেন। হজ সম্পন্ন করে ৪ জুলাই থেকে কলকাতায় ফিরে আসছেন তাঁরা। সোমবার সকালে ৫২তম উড়ানে ৩০০ হজযাত্রী নিয়ে দমদম বিমানবন্দরে নামে। মঙ্গলবার মাঝরাতে শেষ বিমানটিও পৌঁছবে।
আরও পড়ুন-অধ্যবসায়ের জোরে ভিক্ষুক থেকে সফল মাছ-ব্যবসায়ী
নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে অবতরণের পর হাজি ও হাজ্জিনদের বাসে ইমিগ্রেশনের জন্য নিয়ে আসা হয়। তাঁদের ইমিগ্রেশন ও লাগেজ সংগ্রহ প্রক্রিয়া চলে। এরপর তাঁরা পরিবার-পরিজনদের সঙ্গে বাড়ি ফিরতে শুরু করেন। হজ কমিটির চেয়ারম্যান তথা সাংসদ জানান, কমিটির পক্ষে সর্বোচ্চ চেষ্টা করা হয় কলকাতায় ফেরা পশ্চিমবঙ্গ-সহ ত্রিপুরা, অসম, মণিপুর, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশার হাজিদের পরিষেবায়। একই সঙ্গে আধিকারিক, সদস্য, স্বেচ্ছাসেবকরা নিরলস পরিশ্রম করেন এই পরিষেবা দিতে। কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোঃ নাকি বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় এবছরের হজ অপারেশন শেষ হচ্ছে। কমিটির সদস্য একেএম ফারহাদ বলেন, হাজিদের পরিষেবা দেওয়ায় রাজ্য সরকারের ভূমিকা প্রশংসনীয়। প্রতিটি উড়ানের হাজিদের শুভেচ্ছা জানাতে সরকারি প্রতিনিধিদের উপস্থিতি আলাদা মাত্রা যোগ করেছে।