ত্রাণ পৌঁছবে তো? গাজা নিয়ে সংশয়

Must read

প্রতিবেদন: যুদ্ধবিধ্বস্ত গাজায় বিপন্নদের ত্রাণ পৌঁছে দেওয়া নিয়ে লাগাতার টালবাহানা চালিয়েছে ইজরায়েল। শেষমেশ বিশ্বজোড়া নিন্দা ও অসংখ্য শিশুমৃত্যুর আশঙ্কায় রাষ্ট্রসংঘের সতর্কতার চাপে গাজায় ত্রাণ যেতে দিতে রাজি হয়েছে ইজরায়েল। এরপর মানবিক সাহায্য বহনকারী রাষ্ট্রসংঘের ট্রাক ঢুকতে শুরু করেছে গাজা ভূখণ্ডে। কিন্তু ট্রাকচালকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পাশাপাশি সংশয় রয়েছে যে আদৌ ওষুধ, ময়দা সহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী গাজার বিপন্ন শিশুদের কাছে পৌঁছে দেওয়া যাবে কি না।
বৃহস্পতিবার গাজায় ত্রাণ পৌঁছনো নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মানবিক সংগঠনের মুখপাত্র জেমস লের্কে। তিনি জানিয়েছেন, গাজায় উপস্থিত সাহায্যকারী সংগঠনগুলি রাষ্ট্রসংঘের ত্রাণসাহায্য গ্রহণ করতে শুরু করেছে। এখনও পর্যন্ত ৯০টি ট্রাক গাজায় ঢুকেছে। কিন্তু ট্রাকের জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে সমস্যার মুখে পড়ছেন সাহায্যকারী সংগঠনের সদস্যেরা। কারণ মাঝপথে ত্রাণলুট হওয়ায় প্রবল আশঙ্কা রয়েছে। রাষ্ট্রসংঘের ট্রাকগুলির নিরাপত্তার কোনও বন্দোবস্ত নেই বলে অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে গাজায় যুযুধান দুই পক্ষের কাছেই মানবিকতার স্বার্থে সহযোগিতার আবেদন জানিয়েছে রাষ্ট্রসংঘ।

আরও পড়ুন: কাশ্মীর, সন্ত্রাস-সহ ৪ ইস্যুতে ভারতের সঙ্গে বসতে চান শাহবাজ

Latest article