রাজ্যের আবেদনে সাড়া দিয়ে ২৬ হাজার চাকরিহারাদের সাময়িক স্বস্তি দিয়ে বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ‘অযোগ্য’ বলে যারা চিহ্নিত হননি সেই সব নবম-দশম, একাদশ- দ্বাদশের শিক্ষক শিক্ষিকারা আপাতত স্কুলে গিয়ে নিজেদের কাজে যোগদান করতে পারবেন। এই নিয়ে বৃহস্পতিবার, নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “আপাতত স্বস্তি পেয়েছি।“ এবছরের মধ্যেই এই বিষয়টির সমাধান হবে।
আরও পড়ুন-মুর্শিদাবাদে অশান্তি নিয়ে রাজ্য পুলিশের সিটের প্রথম বৈঠক
এদিন সুপ্রিম কোর্ট বলে, যাঁরা ‘অযোগ্য’ বলে চিহ্নিত হননি সেই সব নবম-দশম, একাদশ- দ্বাদশের শিক্ষক শিক্ষিকারা আপাতত স্কুলে গিয়ে নিজেদের কাজে যোগদান করতে পারবেন। ৩১ মে-র মধ্যে রাজ্যকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, এবং ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত স্বস্তি পেয়েছি। শিক্ষকদের বেতনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম, কী করে দেওয়া যায়। বিকল্প পথও বলে দিয়েছিলাম।“
আরও পড়ুন-”শিল্পের নতুন গন্তব্য বাংলা” শালবনির বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনে থাকছেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী আশ্বাস দেন বিষয়টি এই বছরই সমাধান হবে। তাঁর কথায়, “আমি বলেছিলাম, আমরা দেখব যাতে চাকরিহারাদের কোনও অসুবিধা না হয়। আমরা সময় পেয়েছি। ২০২৬ পর্যন্ত বিষয়টা যাবে না। আশা করি এ বছরের মধ্যেই সমাধান হয়ে যাবে। আশা করি আমরা ভুল করব না।“
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বেতন নিয়ে আমরা যে চিন্তা করছিলাম তাতে আপাতত স্বস্তি মিলেছে। চাকরিহারাদের জন্য আমরা বিকল্প পথ খুঁজছিলাম। আমরা কথা দিয়েছিলাম আমরা দেখব যাতে ওদের কোনও অসুবিধা না হয়। আমাদের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে। একটা স্বস্তি ভবিষ্যতের স্বস্তিকে ঠিক করে দেয়, বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর সংযোজন, মানুষের কাজে আমি ভুল করি না। আমি খুশি যে আমরা একটা সময় পেয়েছি। শিক্ষকরা যথাসময়ে বেতন পাবেন। শিক্ষকদের বলব, আপনারা ভাল করে ক্লাস করান আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা আপনাদের সমব্যথী। আপনাদের বেদনা হলে আমাদেরও বেদনা লাগে। আইনের সাহায্যে সমাধান বের করব, ধৈর্য ধরতে হবে।