বেঙ্গালুরু, ২৫ ফেব্রুয়ারি : বয়স ভাঁড়ানোর অভিযোগে বিদ্ধ ব্যাডমিন্টন তারকা তথা অলিম্পিয়ান লক্ষ্য সেন। এই অভিযোগের বিরুদ্ধে কর্নাটকের হাইকোর্টে আবেদন করেছিলেন লক্ষ্য। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি। যদিও মঙ্গলবার তারকা শাটলারকে স্বস্তি দিয়ে সেই নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন-পিসিশাশুড়িকে খুন মা-মেয়ের
লক্ষ্যর বিরুদ্ধে এই অভিযোগ বেশ পুরনো। ঘটনার সূত্রপাত ২০২২ সালের ডিসেম্বরে। সেই সময় লক্ষ্য, তাঁর পরিবার এবং কোচ বিমল কুমারের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ তুলে ফৌজদরি মামলা দায়ের করেছিলেন এমজি নাগরাজ নামের এক ব্যক্তি। তাঁর অভিযোগ, লক্ষ্য এবং তাঁর দাদা চিরাগ সেন আড়াই বছর বয়স কমিয়ে বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে অনৈতিকভাবে অংশগ্রহণ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সেই তদন্তের সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা আবেদন করেছিলেন লক্ষ্য। তারকা শাটলারের দাবি ছিল, তাঁর বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ ভিত্তিহীন। বরং ব্যক্তিগত শত্রুতার কারণে নাগরাজ অসত্য মামলা করেছেন। লক্ষ্যর দাবি, ২০২০ সালে প্রকাশ পাড়ুকোনের ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে নাগরাজের মেয়ে সুযোগ না পাওয়ার ফলে ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্যই এই মামলা করা হয়েছে। তাঁর এবং পরিবারের সম্মান নষ্ট করাই নাগরাজের একমাত্র উদ্দেশ্য।
যদিও লক্ষ্যর আবেদন খারিজ করে দিয়ে কর্নাটক হাইকোর্টের বক্তব্য ছিল, তদন্ত চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট প্রাথমিক প্রমাণ রয়েছে। এর পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন লক্ষ্য। বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ এদিন নির্দেশ দিয়েছে, আপাতত লক্ষ্য বিরুদ্ধে তদন্ত চালানো যাবে না। তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপও নেওয়া যাবে না। ১৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।