সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় ঘাটাল (Ghatal) থানার উদ্যোগে বন্যাকবলিত ঘাটালের বিভিন্ন এলাকায় চলছে ত্রাণসামগ্রী বিতরণের কাজ। কোথাও বন্যাকবলিত এলাকার মানুষের হাতে পুলিশকর্মীরা তুলে দিলেন নতুন বস্ত্র, ত্রিপল, শুকনো খাবার-সহ নিত্য প্রয়োজনীয় জিনিস। কোথাও রান্না করা খাবারও পৌঁছে দেওয়া হল। শনিবার ঘাটাল পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের সিংহপুর এলাকায় কয়েকশো মানুষের হাতে তুলে দেওয়া হল রান্না করে খাবার, নতুন বস্ত্র, ত্রিপল-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। ছিলেন ঘাটালের এসডিপিও অনিমেষ সিংহ রায়, সিআই বিশ্বজিৎ মণ্ডল, ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক শঙ্খ চট্টোপাধ্যায়-সহ ঘাটাল থানার পুলিশকর্মীরা। এসডিপিও জানান, আগামী কদিন ধরেই চলবে কমিউনিটি কিচেনের মাধ্যমে এলাকার অসহায় মানুষদের রান্না করা খাবার খাওয়ানোর কাজ। জেলা পুলিশের এই উদ্যোগে খুশি বানভাসি মানুষজন।
আরও পড়ুন- রাজ্যে প্রথম নিখরচায় সরকারি হাসপাতালে জন্ম হল টেস্টটিউব বেবির