৪ অগাস্ট কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের (Kishore Kumar) জন্মদিন। সেই উপলক্ষে ৩১ জুলাই কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত হয় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান ‘জীবন কে হর মোড় পে’। উদ্যোগে বেঙ্গল ওয়েব সলিউশন, রাজেশ্বরী ইভেন্ট ম্যানেজমেন্ট, রেড ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ইভেন্ট। ব্যবস্থাপনায় শ্যাম সরকার। সঙ্গীত পরিবেশন করেন অমিত কুমার, শৈলজা সুহ্ম্যমনিয়ম, অলোক কাটডারে, কিশোর সোধা (ট্রাম্পেট) এবং কিশোর কুমারের নাতনি অমিত কুমারের মেয়ে মুক্তিকা গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন-প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন
উল্লেখ্য, বাবার স্মরণে অমিত কুমারের বিশেষ অ্যালবাম ‘বাবা মেরে’র শীর্ষ সঙ্গীতে মুক্তিকার গানে আত্মপ্রকাশ ঘটেছিল। এইদিনের অনুষ্ঠানে কিশোর কুমারের পাশাপাশি আরেক কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলের গানেরও উদযাপন করা হয়। কিশোর কুমার এবং আশা ভোসলে একসঙ্গে অনেক ডুয়েট গান গেয়েছেন। গানের পাশাপাশি ছিল স্মৃতিচারণা। গানের গল্প বলেন অমিত কুমার। উপস্থাপনায় ছিলেন আর জে অরবিন্দ।