বাংলাদেশে নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম বদলে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন পড়ুয়াদের একাংশ। কোনও আলোচনা ছাড়াই একতরফাভাবে নামবদলের জন্য শোভাযাত্রার আয়োজক কমিটির কাছে ব্যাখ্যা চেয়ে আবেদন জানিয়েছেন তাঁরা। জামাতপন্থীদের চাপেই ইউনুস জমানায় এবছর চিরাচরিত মঙ্গল শোভাযাত্রার নাম বদল হয়েছে।
আরও পড়ুন-‘আত্মকেন্দ্রিক, সুদখোরের হাতে মুক্তিযুদ্ধের ঐতিহ্য ধ্বংস হচ্ছে’ ফের ক্ষোভপ্রকাশ হাসিনার
সোমবার সকালে পুলিশি ব্যারিকেডে ঘেরা সেই শোভাযাত্রায় ছিল বিশাল একটা কাট আউট, যা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদলে মুখচ্ছবি। সেই মুখোশে হাসিনাকে ‘স্বৈরাচারী’ হিসেবে তুলে ধরা হয়। শোভাযাত্রায় স্লোগান ওঠে, ‘স্বৈরাচারের অবসান, ফ্যাসিবাদের অবসান।’ এবারের শোভাযাত্রায় সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত যোগদানের অনুমতি ছিল না। পুলিশি ঘেরাটোপে মূলত চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরাই হাঁটেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে সোমবার সকাল ৯টায় শোভাযাত্রা শুরু হয়। শেষ হয় সকাল সাড়ে ১০টায়। ফ্যাসিবাদের মুখাকৃতির পাশাপাশি ছিল মাছ, তরমুজ-সহ বিভিন্ন মোটিফ। ছিল বাংলার ঐতিহ্যবাহী নানা মুখোশ। এমনকী প্যালেস্টাইনের পতাকা। এছাড়া ছিল পুলিশের বিরাট অশ্বারোহী দল।