সংবাদদাতা, হাওড়া : লক্ষ্য আরও ১৪০০ বিঘা জমির সেচের উন্নয়ন। তাই এবার আমতায় কৃষকদের সুবিধার কথা মাথায় রেখে ৪টি ডিপ টিউবওয়েল বা গভীর নলকূপের আমূল সংস্কারের কাজ শুরু করল রাজ্যের জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দফতর।
আরও পড়ুন-নিট পরীক্ষায় খারাপ ফল, নিখোঁজ পোলবার সৌদীপ
বৃহস্পতিবার এই কাজের সূচনা করলেন বিধায়ক সুকান্ত পাল। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় আধিকারিক ও স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আমতার ধাঁইপুর ছাড়াও এদিন ভাতেগড়ি, দক্ষিণ জয়পুর, শেওড়াবেড়িয়ায় আরও ৩টি ডিপ টিউবওয়েলের সংস্কারের কাজ আগামী এক সপ্তাহের মধ্যেই শুরু হবে। প্রায় ৭৫ লক্ষ টাকা ব্যয়ে দু’মাসের মধ্যে ৪টি ডিপ টিউবওয়েলের সংস্কারের কাজ সম্পন্ন হবে বলেই জানাচ্ছে স্থানীয় প্রশাসন। বিধায়ক সুকান্ত পাল জানান, এই কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকার প্রায় ১৪০০ বিঘা জমির সেচ ব্যবস্থার আরও উন্নতি হবে। এলাকার প্রায় দেড় হাজার কৃষক উপকৃত হবেন। এই প্রকল্পে ৪টি ডিপ টিউবওয়েল সংস্কারের পাশাপাশি নতুন করে ৪টি ডিপ টিউবওয়েলের খনন, পাম্প হাউস সংস্কার, পাইপ লাইনের সংস্কার, ড্রেনের সংস্কার সহ এলাকার কৃষি জমির সেচের সার্বিক উন্নতিসাধন হবে। এলাকার কৃষি জমির সেচ ব্যবস্থার উন্নতিতে রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি স্থানীয় কৃষকরা।