প্রতিবেদন : আইএসএল শুরুর দিন ঘোষণা হয়ে গিয়েছে। ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের আইএসএল। ফলে স্বস্তি ফিরেছে ক্লাব ম্যানেজমেন্ট এবং ফুটবলারদের মধ্যে। কেন্দ্রীয়ভাবে অর্থাৎ নির্দিষ্ট একটি শহরে লিগের ম্যাচ হবে না। ফলে কলকাতার তিন প্রধান নিজেদের শহরেই হোম ম্যাচ খেলার সুযোগ পাবে। মহামেডান অবশ্য তাদের হোম ম্যাচ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনেই খেলতে চায়। তবে বাকি দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল নিজেদের হোম ম্যাচ যুবভারতীতেই (Yuva Bharati) খেলতে চায়। লিওনেল মেসির অনুষ্ঠানে দর্শকতাণ্ডবে ক্ষতিগ্রস্ত যুবভারতীর সংস্কারের কাজ পুলিশের অনুমতি নিয়ে শুরু হয়েছে। ভাঙাচোরা চেয়ার, জলের বোতল সরিয়ে স্টেডিয়াম পরিষ্কার করা হয়েছে। দ্রুতগতিতে সংস্কারের কাজ শেষ করতে উদ্যোগী সরকার।
আরও পড়ুন-ভোট যুদ্ধ, এককাট্টা হয়ে লড়ার বার্তা অভিষেকের
ময়দানে মাঠের পরিচর্যায় অভিজ্ঞ কর্তাদের দাবি, মাসখানেকের মধ্যেই সংস্কারের কাজ শেষ হওয়া উচিত। ফলে আইএসএলের শুরু থেকে যুবভারতীতে ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা থাকা উচিত নয়। যুবভারতীর (Yuva Bharati) প্র্যাকটিস গ্রাউন্ডে অবশ্য জোরকদমে অনুশীলন চলছে দুই প্রধানের। আইএসএল শুরুর দিন ঘোষণা হয়ে যাওয়ায় ফুরফুরে মেজাজে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ফুটবলাররা। নতুন স্প্যানিশ কোচ সের্জিও লোবেরার তত্ত্বাবধানে মোহনবাগানে মনবীর সিং, জেমি ম্যাকলারেনরা চুটিয়ে প্রস্তুতি সারছেন। বিয়ের পর অনুশীলনে যোগ দিয়েছেন কিয়ান নাসিরি। পারিবারিক সমস্যা মিটিয়ে যোগ দিয়েছেন আশিস রাইও। ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিয়েছেন কেভিন সিবিল্লে। হামিদের পর হিরোশির সঙ্গেও বিচ্ছেদ হতে পারে ইস্টবেঙ্গলের। নতুন একজন বিদেশি স্ট্রাইকার জানুয়ারি ট্রান্সফার উইন্ডোয় নিতে পারে ক্লাব।

