জলসংযোগ, বস্তি ও রাস্তাঘাট ঢেলে সাজিয়ে পুরভোটে জেতা লক্ষ্য

আসানসোল পুরনিগম এবং লোকসভার উপনির্বাচনে বিপুল জয় দুর্গাপুরের তৃণমূল নেতা-কর্মীদের মনোবল অনেকখানি বাড়িয়ে দিয়েছে

Must read

অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর: আসানসোল পুরনিগম এবং লোকসভার উপনির্বাচনে বিপুল জয় দুর্গাপুরের তৃণমূল নেতা-কর্মীদের মনোবল অনেকখানি বাড়িয়ে দিয়েছে। আসানসোল লোকসভা আসন যেভাবে বিরোধীদের হাত থেকে ছিনিয়ে এনেছে শাসক দল, সেই ঐতিহাসিক জয়ের ধারাবাহিকতা দুর্গাপুর নগর নিগমের নির্বাচনেও পুরোমাত্রায় বজায় থাকবে বলেই আশাবাদী সব ক’টি ওয়ার্ডের সদস্যরা। রাজ্যের প্রান্তিক স্তরের মানুষের জন্য সরকারের যেসব মানবিক প্রকল্প রয়েছে তার ইতিবাচক ফল ভোটে মিলবে বলে মনে করেন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘৪৩টি ওয়ার্ডের প্রতিটিতেই উন্নয়ন চলছে পুরোদমে।

আরও পড়ুন-বিজেপি জমানাতেই নাগরিকত্ব ছেড়েছেন ৬ লক্ষাধিক ভারতীয়, গত পাঁচ বছরের তথ্য দিল কেন্দ্র

২২ নম্বর ওয়ার্ডের অধীন অম্বুজা উপনগরীর রাস্তাগুলি আন্তর্জাতিক মানের করা হচ্ছে। দুর্গাপুর পশ্চিম বিধানসভার অধীন একটা বড় এলাকায় রয়েছে বিভিন্ন কলকারখানা। সেখানে নিয়মিত আনাগোনা রয়েছে রাজ্যের নানা প্রান্তের শিল্পপতিদের। এটা মাথায় রেখে এডিডিএ-র সহযোগিতায় উন্নত পরিকাঠামো নির্মাণে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।’’ ২০২১-এর বিধানসভা ভোটে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে হেরেছিল তৃণমূল। এই এলাকায় পড়ে ২৭টি ওয়ার্ড। যে ওয়ার্ডগুলিতে পিছিয়ে ছিল তৃণমূল, সেগুলির বকেয়া কাজ যুদ্ধকালীন তৎপরতায় সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে নিগম। ২০১৭-র পুরভোটে ৪৩ ওয়ার্ডের প্রতিটিতেই বিপুল ব্যবধানে জয় পায় তৃণমূল। পাঁচ বছরে বস্তি উন্নয়ন, পানীয় জলের সংযোগ, রাস্তাঘাট ঢেলে সাজানো এবং স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করেছে বর্তমান পুর বোর্ড। আসন্ন নির্বাচনে সেই নিরিখেই মানুষ তৃণমূলকেই পুনরায় ক্ষমতায় বলে আশাবাদী মেয়র।

Latest article